প্রবাসী আয়ে শীর্ষে ঢাকা, পাঠানোয় সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ২০২৩ সালে ব্যাংকের মাধ্যমে ২,১৯০ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল৷ কোন জেলায় কত আয়, আর কোন দেশ থেকে কত টাকা পাঠানো হয়, সেই হিসাবও রাখে কেন্দ্রীয় ব্যাংক৷
বছরওয়ারী প্রবাসী আয়ের হিসাব
গত পাঁচ বছরের মধ্যে ২০২১ সালে ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ২,২০৭ কোটি ডলার প্রবাসী আয়ে এসেছিল৷ এরপর ২০২৩ সালে ২,১৯০ কোটি ডলার, ২০২২ সালে ২,১৩০ কোটি ডলার, ২০২০ সালে ২,১৭৩ কোটি ডলার ও ২০১৯ সালে ১,৮৩৩ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল৷
চলতি অর্থবছরের হিসাব
গতবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আট মাসে প্রায় ১,৫০৭ কোটি ডলার প্রবাসী আয় এসেছে৷ মার্চের প্রথম ২২ দিনে এসেছে ১৪১ কোটি ডলার, আর এপ্রিলের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত এসেছে প্রায় ৮৮ কোটি ডলার৷
শীর্ষ ১০ জেলা
গতবছরের জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ঢাকায় সবচেয়ে বেশি প্রায় ৫২৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছে৷ এরপর এসেছে চট্টগ্রামে (১৪৩ কোটি ডলার), সিলেটে (৮৭ কোটি ডলার), কুমিল্লায় (৮১ কোটি ডলার), নোয়াখালীতে (৪৭ কোটি ডলার), ব্রাহ্মণবাড়িয়ায় (সাড়ে ৩৮ কোটি ডলার), ফেনীতে (৩৮ কোটি ডলার), মৌলভীবাজারে (প্রায় ৩৬ কোটি ডলার), চাঁদপুরে (প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার) ও টাঙ্গাইলে (প্রায় সাড়ে ২৫ কোটি ডলার)৷
শীর্ষে সংযুক্ত আরব আমিরাত
গতবছরে জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি (৩৫ হাজার ৮৯০ কোটি টাকা) প্রবাসী আয় এসেছে৷ এছাড়া শীর্ষ ১০-এ থাকা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব (২১ হাজার ৫৭৭ কোটি টাকা), কুয়েত (১২ হাজার ৮৪ কোটি টাকা), কাতার (৯ হাজার ১৯৭ কোটি টাকা), ওমান (৭ হাজার ৬৪৯ কোটি টাকা ) ও বাহরাইন (৪ হাজার ৮৫১ কোটি টাকা)৷
টাকা পাঠানোয় দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সংযুক্ত আরব আমিরাতের পর যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি ২৩ হাজার ৫৩১ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷ এছাড়া ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে ইটালি থেকে ১২ হাজার ১৬০ কোটি টাকা, ফ্রান্স থেকে ২ হাজার ৯৪১ কোটি টাকা, জার্মানি থেকে ১ হাজার ৯ কোটি টাকা ও পর্তুগাল থেকে ৫৮১ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷
অন্যান্য দেশ
যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশি বাস করেন৷ সেখান থেকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২১ হাজার ৩২৫ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷ এছাড়া মালয়েশিয়া থেকে ১১ হাজার ৯৭৪ কোটি টাকা, ক্যানাডা থেকে এক হাজার ৫৩ কোটি টাকা ও অস্ট্রেলিয়া থেকে ৮৮৯ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷