সুনামগঞ্জে আবার বন্যা পরিস্থিতি
১১ আগস্ট ২০১৭সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১২টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো৷
চার মাস আগেই প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হন সুনমাগঞ্জের কৃষকেরা৷ বাঁধ ভেঙে তলিয়ে যায় ঐ অঞ্চলের ১৪২টি ফসলি হাওরের সবকটি৷
তবে শুধু ফসলের ক্ষতিই নয়, এ বছরের বন্যায় দেখা দেয় নতুন দুর্যোগ৷ মৎস অধিদপ্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফসলে ব্যবহার করা কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে মারা যায় ১ হাজার ২৭৬ টন মাছ৷ ৩,৮৪৪টি হাঁসও মারা যায় বিষাক্ত খাবার খেয়ে৷
অভিযোগ ওঠে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে দুর্নীতির৷ সত্যতা যাচাইয়ে হয়েছে তদন্ত কমিটি৷ তিনজন প্রকৌশলিকে সাময়িক বরখাস্তও করা হয় গত মে মাসে৷
ক্ষতিগ্রস্ত বাঁধ পুরোপুরি মেরামত করা সম্ভব না হওয়ায় এবারও প্রবল বন্যায় হাওর প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে৷ এরই মধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির৷ প্রবল পানির তোড়ে বন্ধ আছে বিশ্বম্ভরপুর-তাহিরপুর, জেলা সদর, জামালগঞ্জ, শাল্লা ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল৷
বিভিন্ন উপজেলার কয়েকটি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় জরুরু ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম৷
এডিকে/ডিজি