1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রত্যাহার হচ্ছেন কুড়িগ্রামের ডিসি

১৫ মার্চ ২০২০

জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সাংবাদিক আরিফুল ইসলামকে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতন ও কারাদণ্ড দেয়ার প্রেক্ষিতে নেয়া হচ্ছে এই পদক্ষেপ৷

https://p.dw.com/p/3ZSep
ছবি: bdnews24.com

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন৷ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি৷

শুক্রবার অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে রাতের আঁধারে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়৷ আনসার সদস্যদের নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা দরজা ভেঙে আরিফুলের বাসায় ঢুকে তাকে নিয়ে যান৷ পরবর্তীতে তাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগও উঠেছে৷ এই প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে পুলিশ৷

ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওই ঘটনার তদন্ত করে ডিসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রী বলেন, ‘‘তদন্তে অনেকগুলো অনিয়ম দেখেছি৷ বিভাগীয় প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেব৷ অহেতুক যে সমস্যা সৃষ্টি হয়েছে... সত্যতা পেয়েছি বিধায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে৷''

কুড়িগ্রাম শহরে একটি পুকুর সংস্কার করে তা নিজের নামে ‘সুলতানা সরোবর' নামকরণ করতে চেয়েছিলেন৷ গত বছর এমন একটি প্রতিবেদন প্রকাশিত বাংলা ট্রিবিউনে৷ অনলাইন মাধ্যমটির এই প্রতিবেদক আরিফুল ইসলামকে শুক্রবার তুলে নেয়ার পর মাদক রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত৷

তবে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোববার তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনও হয়েছে হাই কোর্টে৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য