1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতি বছর ট্রেনে কাটা পড়ছে শত শত মানুষ

১৬ অক্টোবর ২০১০

প্রতি বছর কেবল নারায়নগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত এলাকায় ট্রেনে কাটা পড়ছে গড়ে তিনশ মানুষ৷ পুলিশের সন্দেহ, আত্মহত্যার চেয়ে হত্যার ঘটনাই এর পেছনে বড় কারণ৷ এদিকে ঢাকা শহরে দুইজন মেয়র নির্বাচনের কথা ভাবছে সরকার৷

https://p.dw.com/p/PfSo
Tongi, Bangladesh
ঝুঁকি নিয়ে ট্রেনে চড়ছে মানুষছবি: AP

দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটছেই

আজ সমকাল এবং আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম একই বিষয় নিয়ে৷ সেটি হচ্ছে বাজার ও দ্রব্যমূল্য৷ বাগে আসছে না বাজার, সমকালের এই শিরোনাম সম্বলিত প্রতিবেদনে বলা হয়েছে সরকারের নজরদারির কারণে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও ঈদের পর থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র৷ নিত্যপণ্যের দাম এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ অন্যদিকে, আমার দেশ এর প্রতিবেদনে বলা হয়েছে মাছ, মাংস, পেঁয়াজ, ডিমসহ অনেক পণ্যের দাম বিগত জোট সরকারের আমলের চেয়ে দ্বিগুন হয়েছে৷

দুই ভাগ ঢাকা সিটি কর্পোরেশন

যুগান্তরের প্রধান খবর আজ এটি৷ দু'ভাগ হচ্ছে ডিসিসি- এই শিরোনামে প্রতিবেদনটিতে জানানো হয়েছে যে বিদ্যমান আইনের সংশোধনী এনে ঢাকা সিটি কর্পোরেশন এলাকাকে দুই ভাগে ভাগ করার চিন্তা করছে সরকার৷ বর্তমান মেয়াদোত্তীর্ণ মেয়র সাদেক হোসেন খোকাকে অপসারণ করে প্রশাসক নিয়োগের বেলায় আইনি জটিলতা রয়েছে৷ তাই সরকার বিকল্প চিন্তা ভাবনা করছে৷ একই বিষয়ে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এখনই ডিসিসি নির্বাচন চাচ্ছে না৷ বিদ্যুৎ, পানি ও গ্যাস সমস্যার সমাধান না করে নির্বাচন দিলে ফলাফল অনুকূলে নাও আসতে পারে, এই ধারণা থেকে তারা এ চিন্তা ভাবনা করছে বলে জানা গেছে৷

ট্রেনে কাটা পড়ার পেছনে রহস্য

কালের কন্ঠের মূল শিরোনাম দুর্ঘটনা, না পরিকল্পিত হত্যা৷ অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয়েছে, নারায়নগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত ২১২ কিলোমিটার এলাকার রেললাইন থেকে প্রতি বছর গড়ে প্রায় তিন'শ লাশ উদ্ধার করা হয়৷ ট্রেনে কাটা পড়া এসব লাশের অনেকেরই পরিচয় মেলে না৷ এত লাশ উদ্ধারের ঘটনা ঘটলেও এসব ঘটনার পেছনের কারণ বেশিরভাগ ক্ষেত্রে অজানা থাকছে৷ সন্দেহ তৈরি হয়েছে, যে এসবের পেছনে কেবল আত্মহত্যা নাকি হত্যাকান্ডও রয়েছে৷ কমলাপুর জিআরপি থানার ওসি আলী হোসেন খান বলেন, রেল লাইনে কাউকে ফেলে হত্যা করা হলে নিহতের শরীরের আলামত দেখে আমরা কোনো ধারণা করতে পারি না৷ ফলে আমাদের দুর্ঘটনার কথাই লিখতে হয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার