প্যালেস্টাইন নির্বাচন : চ্যালেঞ্জ দিতে তৈরী হামাস
২৩ জানুয়ারি ২০০৬ইসলামপন্থী হামাসের তুলনায় আট শতাংশ এগিয়ে রয়েছে আল ফাতা৷ প্যালেস্টাইনের সাধারণ নির্বাচনের প্রচারপর্বের শেষদিনে গৃহীত জনমতসমীক্ষার ফলাফলে তেমনটাই দেখা যাচ্ছে৷ এই জনমতসমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই শুধু নয়, নিজেদের নির্বাচনী প্রচার চলাকালীন অভিজ্ঞতার নিরিখেও ফাতার প্রচারবিভাগের প্রধান নাবিল শাথ গতকাল রামাল্লায় সংবাসংস্থা এ পি কে বলেন, ফাতা এবং তাদের সহযোগী দলগুলি একজোটে অবশ্যই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এই নির্বাচনে৷ যার সুফল ফলবে মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনে৷ নাবিল শাথের প্রত্যাশা, গাজায় ইহুদি বসতি উচ্ছেদে যে সাফল্য প্যালেস্টাইন প্রশাসন ইতিমধ্যেই পেয়েছে, তার ফলে গাজা এবং জর্ডন নদীর পশ্চিম তীরের মানুষের সর্বৈব সমর্থন তাঁরা পাবেন অতি সহজেই৷
তবে এই নির্বাচনে অংশগ্রহণকারী গোঁড়া ইসলামপন্থী হামাসের যে সংসদে ঢোকার সমূহ সম্ভাবনা রয়েছে আগামীকালের নির্বাচনের পর, সেকথাও স্বীকার করে নিয়েছেন নাবিল শাথ৷ হামাসের এই নির্বাচনে অংশগ্রহণকে ঘিরে শুরু থেকেই জলঘোলা হয়ে চলেছে৷ ইজরায়েলের বিরুদ্ধে গত পাঁচবছরে একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকা এই ইসলামপন্থী এবং গোঁড়া জাতীয়তাবাদী সংগঠনটি ক্ষমতাকেন্দ্রে চলে এলে শান্তি উদ্যোগ ব্যাহত তো বটেই, থেমেও যেতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছে ইজরায়েল৷ ইতিমধ্যে ওয়েস্ট ব্যাঙ্কের আল নাজাহ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত একটি জনমতসমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, ফাতা এবং তাদের জোটসঙ্গীরা ৪২ শতাংশ ভোট পেয়ে সংসদ দখল করলেও হামাস এবং তার সহযোগী তিনটি ক্ষুদ্র দল একজোটে কিন্তু ন্যুনতম ৩৪ শতাংশ ভোটারের সমর্থন পাবে৷ প্যালেস্টাইনের নামজাদা নির্বাচন বিশেষজ্ঞ খালিল শিকাকি তাঁর অভিজ্ঞতা থেকে বলেছেন, ফাতা এবং তাদের সহযোগীরা ৪৭ শতাংশ ভোট জিতবে আর হামাস পাবে ৪২ শতাংশ৷
এবারের নির্বাচনে প্যালেস্টাইনে মোট ১.৩৪ মিলিয়ন ভোটার ভোট দেবেন, তাঁরা নির্বাচিত করবেন ১৩২ জন সাংসদকে৷ প্যালেস্টাইনের নির্বাচনী বিধি অনুযায়ী, বাকী ১৩২ জন সাংসদ নির্বাচিত হবেন দলীয় ভোটে৷ এই নির্বাচন পর্যবেক্ষণ করতে নয়শোরও বেশী বিদেশী পর্যবেক্ষক আসছেন প্যালেস্টাইনে৷ আন্তর্জাতিক এইসব পর্যবেক্ষকদের মধ্যে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার রয়েছেন৷ রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মাডেলিন অলব্রাইট৷ আন্তর্জাতিক এই নির্বাচনী পর্যবেক্ষক দলের সবচেয়ে বৃহত্ প্রতিনিধিদল আসছে ইউরোপীয় ইউনিয়ন থেকে৷ এই পর্যবেক্ষক দলটির মোট সদস্য আড়াইশো৷ এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আসছেন ১০০ প্রতিনিধি, কানাডা থেকে ৫৮ জনের একটি পর্যবেক্ষক দল, মিশর থেকে ৩৩ জন নির্বাচন বিশেষজ্ঞ এবং জর্ডন থেকে আসছেন ২৫ জন জর্ডানিয় প্রতিনিধি৷ দীর্ঘ প্রায় এক দশক পরে প্যালেস্টাইনের সাধারণ নির্বাচন যাতে সবদিক থেকে আন্তর্জাতিক মান বজায় রাখতে পারে সেদিকে লক্ষ্য রেখেই এইভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষণকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে রামাল্লায় গতকাল সাংবাদিকদের জানান প্যালেস্টাইনের মুখ্য নির্বাচনী আধিকারিক আম্মার ডেবিক৷
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়