পোর্শের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’, তোপের মুখে জার্মান অর্থমন্ত্রী
২৬ জুলাই ২০২২জার্মানির পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ-এর নিউজ শো ‘ডি আনস্টাল্ট'-এ শুক্রবার পোর্শে প্রধানের একটি উক্তি প্রচারিত হয়৷ সেখানে তিনি গত জুন মাসে অর্থমন্ত্রী লিন্ডনারেরসঙ্গে সরকারের ই-ফুয়েল পলিসি নিয়ে একাধিক আলাপের প্রসঙ্গ উল্লেখ করেন৷ এই পলিসি বর্তমান জোট সরকার আগামীতে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে৷
‘‘ই-ফুয়েল যুক্ত করার জোট সরকারের পরিকল্পনায় আমরা বিরাট ভূমিকা রেখেছি,'' উক্তিটিতে উল্লেখ করা হয়৷ ‘‘আমরাই মূল চালিকাশক্তির ভূমিকা পালন করেছি৷ জোট সরকারের সঙ্গে আমাদের খুব নিবিড় যোগাযোগ আছে৷ ক্রিস্টিয়ান লিন্ডনার তো আমাকে গত কয়েকদিন ধরে ঘণ্টায় ঘণ্টায় আপডেট দিচ্ছিলেন, ‘‘যোগ করেন তিনি৷
গত ডিসেম্বরে জার্মানির নতুন জোট সরকার কাজ শুরু করে৷ এতে সামাজিক গণতন্ত্রী পার্টি ছাড়াও আছে পরিবেশবাদী সবুজ দলও ব্যবসা বান্ধব ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি বা এফডিপি৷
সরকার গঠনকালীন যেসব চুক্তি হয়, তাতে ২০৩৫ সাল নাগাদ ইউরোপীয় ইউনিয়ন থেকে পেট্রোল ও ডিজেলের গাড়িগুলো আস্তে আস্তে উঠিয়ে নেয়ার পরিকল্পনা ছিল৷ তারা ২০৩০ সাল নাগাদ জার্মানির রাস্তায় দেড় কোটি ইলেকট্রিক গাড়ি নামানোর পরিকল্পনাও করে৷
অর্থমন্ত্রী লিন্ডনার এফডিপির নেতা৷ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পরে জবাবে বলা হয়, ই-ফুয়েল নিয়ে লিন্ডনারের অবস্থান নতুন কিছু নয়৷
‘‘গত জুনে তিনি ইইউর কমবাসন ইঞ্জিন তুলে নেয়ার পরিকল্পনা নিয়েও তিনি মন্তব্য করেন৷ তখন মি. ব্লুমের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বা কোনো প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়নি,'' টুইটার পোস্টে বলা হয়৷
তবে এফডিপির একজন মুখপাত্র পরে বলেন, গেল অক্টোবরে যখন জোট সরকারের দর কষাকষি চলছিল, তখন লিন্ডনারের সঙ্গে ব্লুমের খুব ছোট্ট একটা ফোনালাপ হয় এবং তাতে ই-ফুয়েল বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হয়৷
পোর্শের পক্ষ থেকে রোববার ভেল্ট আম জনটাগ পত্রিকায় দেয়া বক্তব্যে বলা হয়, পোর্শে প্রধান বাড়িয়ে বলেছেন৷ ব্লুমে নিজেও বিল্ড পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ বলেছেন যে, তিনি ঘটনাটি বলতে গিয়ে ‘ভুল শব্দ' ব্যবহার করেছেন৷
গত এপ্রিল মাসে, পোর্শে তাদের ই-ফুয়েল প্রযুক্তি উন্নয়নে সাড়ে সাত কোটি ডলার বিনিয়োগ করেছে৷ ব্লুমে আগামী সেপ্টেম্বর থেকে ফক্সভাগেন গ্রুপের সিইওর দায়িত্ব নিতে যাচ্ছেন৷
ই-ফুয়েলকে জীবাশ্ম জ্বালানির টেকসই বিকল্প হিসেবে ধরা হয়৷ কমবাসন ইঞ্জিনগুলোতে জ্বালানি তেলের পরিবর্তে এটি ব্যবহারযোগ্য এবং এই বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস, যেমন, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে তৈরি করা হয়৷
জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)