পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক
২২ জানুয়ারি ২০১৩পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অনুষ্ঠান পরিদর্শন শেষে তিনি সমবেত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন৷ তিনি জানান, পুলিশের সুযোগ সুবিধা বাড়ানো হবে৷ পুলিশকে আনা হবে আধুনিক তথ্য প্রযুক্তির আওতায়৷ তবে পুলিশকেও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে৷ দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে৷ জঙ্গি দমনে পুলিশে নতুন একটি বিশেষ ইউনিট গঠনের কথাও জানান তিনি৷ তিনি আরও বলেন, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে৷ দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে৷ তবে আইন অমান্যকারীকে কোনো ছাড় দেয়া যাবেনা৷
অন্যদিকে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, পুলিশকে এখন বিরোধী দল দমনেই ব্যবহার করা হচ্ছে৷ তবুও যদি প্রধানমন্ত্রীর বোধোদয় হয় তাহলে তাকে তিনি স্বাগত জানান৷ তিনি দাবি করেন, পুলিশে একটি বিশেষ জেলার কর্মকর্তাদের দৌরাত্ম্য চলছে৷
এদিকে পুলিশে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৬৭ পুলিশ সদস্যকে পদক দেন প্রধানমন্ত্রী৷