পাখির চোখে রাখাইনে রোহিঙ্গাদের পুড়িয়ে দেয়া গ্রাম
১৯ অক্টোবর ২০১৭জাতিসংঘের একটি দল ইতিমধ্যে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছে৷ তাঁরা সামরিক বাহিনীর নিপীড়নের কথা বলেছেন৷ রোহিঙ্গারা জানিয়েছেন, সামরিক বাহিনী তাঁদের গ্রাম, ঘরবাড়ি, বাজার সব পুড়িয়ে দিয়েছে৷ তাঁদের অভিযোগ, ইচ্ছে করেই এই কাজ করা হয়েছে যেন তাঁরা (রোহিঙ্গা) আর ফিরতে না পারেন৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারীদের ধর্ষণ করেছে৷ এর মধ্যে কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে মসজিদে৷
মিয়ানমার কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে৷
তবে রাখাইন রাজ্যে আসলে কী ঘটছে, তা জানা সম্ভব হচ্ছে না৷ কারণ, আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা ত্রাণ সংস্থাগুলোকে সেখানে যেতে দেয়া হচ্ছে না৷ কিছুদিন আগে অবশ্য মিয়ানমারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও কয়েকজন সাংবাদিককে সরকারের পক্ষ থেকে রাখাইন পরিস্থিতি দেখাতে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল৷
এই অবস্থায় জাতিসংঘ ড্রোন প্রযুক্তি কাজে লাগিয়ে পরিস্থিতি কিছুটা বোঝার চেষ্টা করছে৷ এমনই এক ভিডিও ক্লিপে দেখা গেছে, বাংলাদেশ সীমান্তের কাছে এখনও হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছেন৷ তাঁরা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছেন৷ আরেক ভিডিওতে পুড়িয়ে দেয়া রোহিঙ্গাদের গ্রাম দেখা যাচ্ছে৷ ভিডিওতে গাছপালা ঘেরা স্থানে কয়েকটি ঘরবাড়ির কাঠামো দেখা যাচ্ছে৷ একটি বাড়িরও ছাদ নেই৷ আর আগুনে পুড়ে যাওয়ার বিষয়টিও স্পষ্ট৷
জেডএইচ/এসিবি