পশ্চিমবঙ্গের জন্য আর্থিক সাহায্য নিয়ে জটিলতা
১ আগস্ট ২০১১পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা এবং নির্বাচনে জেতার পর মন্ত্রিত্ব ভাগ করে নেওয়ার অলিখিত পূর্বশর্তই ছিল, অর্থকষ্টে জেরবার পশ্চিমবঙ্গের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে তার প্রতিশ্রুত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করতে পারে, সে জন্য দেওয়া হবে বিশেষ অর্থসাহায্য৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ প্রণব মুখোপাধ্যায় নিজে জনসমক্ষে সেই আশ্বাস দিয়েছিলেন৷ ভোটে জিতে মমতা দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে দেখা করতে গেলে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ কিন্তু কার্যত, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে মমতার অর্থমন্ত্রী অমিত মিত্র দফায় দফায় বৈঠক করেও এক পয়সাও জোগাড় করতে পারেননি৷ উল্টে প্রণব মুখোপাধ্যায় কলকাতায় এসে বলে গেছেন, বিধি ভেঙে পশ্চিমবঙ্গকে কোনও বাড়তি সুবিধে পাইয়ে দেওয়া সম্ভব নয়৷ শুনেই ক্ষিপ্ত মমতা মুখ খুলেছেন প্রণবের বিরুদ্ধে৷
এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক জমি ফিরে পেতে তৎপর হল বামফ্রন্ট৷ সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বোঝাতে চাইলেন, যে কেন্দ্রের বঞ্চনার কথা তাঁরা বরাবর বলে এসেছেন, নতুন মুখ্যমন্ত্রীও এবার তারই সামনে পড়েছেন৷ এ কথা বলতে গিয়ে খোঁচা দিতে ছাড়েননি অসীম যে তাঁদের সরকার কোনওদিন বাড়তি সুযোগ সুবিধে চায়নি৷ যা প্রাপ্য, শুধু সেইটুকুই চেয়ে বারবার বিমুখ হতে হয়েছে৷
প্রসঙ্গত অসীম দাশগুপ্ত দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের আর্থিক হাল যতটা খারাপ বলে নতুন সরকার দাবি করছে, আদতে তা ততটা খারাপ নয়৷ তাদের থেকেও খারাপ অবস্থায় থাকা রাজ্য রয়েছে৷
তবে পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বিশেষ উন্নয়ন সাহায্য দাবি করেছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে বামফ্রন্ট, বলেছেন অসীম দাশগুপ্ত৷ এবং তার মাধ্যমে প্রকারান্তরে আবারও বোঝাতে চেয়েছেন, যে পশ্চিমবঙ্গের দুর্দশার জন্য কেন্দ্রই দায়ী৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন