পশুর চামড়া সংরক্ষণ
বাংলাদেশে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করে দুই-তিন মাসের জন্য সংরক্ষণ করেন আড়ৎদাররা৷ এরপর সেগুলো বিক্রি করা হয় ট্যানারিতে৷ পুরো প্রক্রিয়াটা দেখুন ছবিঘরে...
সংগ্রহ
কোরবানির ঈদে এবার বাংলাদেশে প্রায় সোয়া কোটি পশু জবাই করা হয়েছে৷ মৌসুমী ব্যবসায়ীরা পাড়া-মহল্লা থেকে পশুর চামড়া কেনেন, তাদের কাছ থেকে আড়ৎদাররা কিনে নেন সেই চামড়া৷
বিক্রি
যাঁরা পশু কোরবানি করেন, তাঁদের কাছ থেকে চামড়া কিনে ঢাকার পোস্তা এলাকায় বিক্রির অপেক্ষা করছেন একজন মৌসুমী ব্যবসায়ী৷
পরিষ্কার করা
সংরক্ষণের জন্য পশুর চামড়া থেকে হাড়, মাংসসহ বিভিন্ন অংশ আলাদা করছেন শ্রমিকরা৷
ব্যস্ততা
চামড়া সংরক্ষণ কাজে ব্যস্ত শ্রমিকরা৷ এবারের কোরবানির ঈদে সোয়া কোটি পশু জবাই হওয়ায় কয়েক দিনের জন্য শ্রমিকদের এই ব্যস্ততা বেড়ে যায়৷
আলাদা হয় কান-শিং
পশুর কান ও শিংসহ মাথার চামড়া আলাদা করে সংরক্ষণ করা হয়৷
প্রধান উপকরণ লবণ
কাঁচা চামড়ায় লবণ মাখিয়ে তা দুই থেকে তিন মাস সংরক্ষণ করা হয়৷ কারখানায় লবণ নিয়ে যাচ্ছেন শ্রমিকরা৷
লবণ মাখানো
কাঁচা চামড়ায় লবণ মাখাচ্ছেন শ্রমিকরা৷
গুদামজাত করা
লবণ মাখানো কাঁচা চামড়া গুদামে রাখা হয়৷
8 ছবি
1 | 88 ছবি