পর্যটনকে পরিবেশবান্ধব করতে ‘ফেলো কড়ি’ নীতি
যত বেশি পর্যটক, স্থানীয় অর্থনীতির জন্য তত মঙ্গলজনক৷ তবে পরিবেশ বাঁচাতে কার্যত ‘অর্থদণ্ডের’ ব্যবস্থা করেছে পর্যটনের ওপর নির্ভরশীল এমন কিছু দেশ৷
পর্যটনে কোভিড পরবর্তী ঢল
করোনার কারণে ভ্রমণপ্রেমীরা বাধ্য হয়েছেন ঘরবন্দি থাকতে৷ কোভিডের বিধিনিষেধ উঠে যাওয়ার পর এখন তা পুষিয়ে নিচ্ছেন অনেকে৷ বিমান সংস্থা, হোটেলগুলোও নেমেছে পর্যটকদের আকৃষ্ট করার প্রতিযোগিতায়৷ এর ফলে ঢল নেমেছে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলোতে৷ যেমন, গত বছরের গ্রীষ্মের প্রতি সপ্তাহে দশ লাখ করে পর্যটক গ্রিস ভ্রমণ করেছেন৷
পর্যটনের ক্ষতি
পর্যটনের কারণে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হলেও তা পরিবেশের উপরে চাপ ফেলে৷ আবার মাত্রাতিরিক্ত পর্যটক কোনো কোনো এলাকার বাস্তুসংস্থানকেই হুমকিতে ফেলে৷ এতে সেসব পর্যটনকেন্দ্র তার ঐতিহাসিক বা পরিবেশগত অনন্যতা হারানোর ঝুঁকিতে রয়েছে৷ বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির পেছনেও পর্যটন শিল্পের দায় রয়েছে৷ এক হিসাব অনুযায়ী, বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় আট শতাংশের জন্য দায়ী পর্যটন খাত৷
মায়া দ্বীপ পুনরুদ্ধার
থাইল্যান্ডের মায়া বে-তে স্থায়ী বাসিন্দা নেই৷ কিন্তু প্রতিদিন হাজারো মানুষ আসেন অপূর্ব এই দ্বীপের সৌন্দর্য উপভোগে৷ ২০০০ সালেডি ক্যাপ্রিওর দ্য বিচ সিনেমার পর এর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে৷ পর্যটকের ভারে দূষণের পাশাপাশি দ্বীপের প্রবাল ও প্রাণবৈচিত্র্য হুমকিতে পড়ে৷ ফলে ২০১৮ সালে দ্বীপটিতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেয় সরকার৷ ২০২২ সালে খুলে দেয়া হলেও দৈনিক পর্যটকের সীমা চারশ-তে বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ৷
ভূটানের পর্যটন ফি
ভুটানে ঘুরতে যাওয়ার জন্য পর্যটকদের বাড়তি ফি গুণতে হয়৷ প্রায় তিন দশক ধরে টেকসই উন্নয়ন ফি (সাসটেইনেইল ডেভেলপমেন্ট ফি) নামে এই টাকা নিচ্ছে সরকার৷ গাছ লাগানো, পরিচ্ছন্নতা এবং বিদ্যুৎ চালিত যোগাযোগ ব্যবস্থার প্রসারে এই অর্থ ব্যয় হয়৷ ২০২২ সালে ৬৫ ডলার থেকে এই ফি বাড়িয়ে ২০০ ডলার করা হয়েছিল৷ তবে এতে পর্যটকের সংখ্যা বেশি কমে যাওয়ায় পরবর্তীতে স্থানীয় অর্থনীতির কথা চিন্তা করে তা ১০০ ডলারে নামিয়ে আনা হয়৷
মায়োর্কায় পর্যটকদের কর
স্পেনের মায়োর্কায় পর্যটন মৌসুমে প্রতি ৯০ সেকেন্ডে একটি বিমান ওঠা-নামা করে৷ ২০১৯ সালে রেকর্ড এক কোটি ২০ লাখ মানুষের পা পড়েছে নয় লাখ বাসিন্দার দ্বীপটিতে৷ এরপর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ৷ ২০২২ সালের পর্যটন আইনে হোটেল খাতের জন্য কার্বন নির্গমন কমানোর বিষয়টিতে নজর দেয়া হয়েছে৷ সেই সঙ্গে পর্যটকদের জন্য দৈনিক চার ইউরোর ফি আরোপ করা হয়েছে, যা দ্বীপের পরিবেশ উন্নয়নে ব্যয় করা হবে৷
কোস্টারিকার পরিবেশবান্ধব পর্যটন
পরিবেশবান্ধব ভ্রমণের স্বাদ নিতে যেতে পারেন লাতিন অ্যামেরিকার দেশ কোস্টারিকাতে৷ ১৯৯৭ সালে দেশটি ‘সার্টিফিক্যাশন ফর সাস্টেইনেবল ট্যুরিজম’ নামে কঠোর কর্মসূচি হাতে নেয়৷ একসময় ৭৫ শতাংশ বনভূমি ঘিরে থাকা কোস্টারিকাকে বন উজাড় থেকে রক্ষা এই উদ্যোগের লক্ষ্য৷ এর অংশ হিসেবে পর্যটন প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব রিসোর্ট গড়ে৷ দেশটির জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকেরা বেশি অর্থ খরচ করে৷
ভেনিস ভ্রমণের মাশুল
২০২৪ সালে যারা ভেনিসে বেড়াতে যাবেন তাদেরকে অতিরিক্ত পাঁচ ইউরো দিতে হবে৷ পর্যটকের ভার কমাতে এই পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ৷ প্রথমে পরীক্ষামূলক এক মাস এই ফি থাকবে৷ এছাড়াও গ্রীষ্ম ও বসন্তের পর্যটন মৌসুমে তা কার্যকর করার পরিকল্পনা কর্তৃপক্ষের৷ এর আগে জুলাইতে ইউনেস্কোর বিশেষজ্ঞরা নগরীটিকে ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়৷