1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরপর তিনবার শূন্য রানে আউট সূর্যকুমার

২৩ মার্চ ২০২৩

পরপর তিনটি ইনিংসে শূন্য করলেন সূর্যকুমার যাদব। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বলেই আউট হন তিনি।

https://p.dw.com/p/4P6Az
ছবি: Anjum Naveed/AP/picture alliance

টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর ক্রিকেটার। সেই সূর্যকুমার যাদব একদিনের আন্তর্জাতিকে শূন্য রানে আউটের হ্যাটট্রিক করলেন। আগের দুই বার ফাস্ট বোলার  স্টার্কের বলে আউট হন। মঙ্গলবার তিনি প্রথম বল কেলতে গিয়েই আউট হলেন অস্ট্রেলিয়ার স্পিনার আগারের বলে। সূর্যকুমার যাদবের অফ স্টাম্প ছিটকে গেল।

টি২০ ক্রিকেটে মাঠের সবদিকে শট মেরে দেখিয়েছেন সূর্যকুমার। তাই তাকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। সেই সূর্যকুমার এবার একদিনের আন্তর্জাতিকে চূড়ান্ত ব্যর্থ।

সূর্য হলেন ভারতের ছয় নম্বর ক্রিকেটার যিনি পরপর তিনবার শূন্য রানে আউট হলেন। এই তালিকায় আছেন শচিন টেন্ডুলকর, অনিল কুম্বলে, জাহির খান,ইশান্ত শর্মা ও যশপ্রীত বুমরা। শচিন পরপর তিনবার শূন্য রানে আউট হন ১৯৯৪ সালে।

ভারতের হার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিকেও হারলো ভারত। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ২৭০ রান তুলেছিল। একদিনের ক্রিকেটে উপমহাদেশের পিচে খুব বড় রান নয়। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে ভারতের ইনিংস ২৪৮ রানে শেষ হয়ে গেল।

একদিনের সিরিজ ২-১-এ জিতে গেল অস্ট্রেলিয়া। এর ফলে একদিনের ক্রিকেটের তালিকায় এক নম্বর স্থান হারালো ভারত।

রোহিত শর্মা যা বললেন

অস্ট্রেলিয়ার কাছে পরপর দুইটি ম্যাচ হেরে বিরক্ত রোহিত শর্মা। তিনি কোনোরকম রাখঢাক না করে বললেন, ''একেবারেই ভালো ব্যাট করতে পারিনি। জুটি তৈরি করার দরকার ছিল। আমরা পারিনি। এই উইকেটে খেলা শিখেছি, খেলে বড় হয়েছি। অথচ, এখানে আমরা বাজে শট খেলে আউট হয়েছি। ''

যখন ভালো রান হচ্ছে, সেট করে গেছেন কে এল রাহুল ও বিরাট কোহলি। তখন দুজনেই খারাপ শট খেলে আউট হন। তার আগে রোহিত ও শুভমন গিলও একই কাজ করেছেন। হার্দিক পান্ডিয়ারাও তাই হয়েছে। জাদেজা, সূর্যকুমার রান পাননি।

রোহতের বক্তব্য, ''কখনো কখনো নিজেকে বেশি করে প্রয়োগ করতে হয়। নিজেকে সুয়োগ তৈরি করে নিতে হয়। যা আমরা পারিনি।''

তবে বোলারদের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে স্পিনারদের।

রোহিত এদিন বেশ চাপে ছিলেন। মাঝেমধ্যে নিজের প্লেয়ারদের উপর মেজাজ হারাচ্ছিলেন। শুভমন ক্যাচ ফেলে, কুলদীপ অযথা রিভিউ চেয়ে অধিনায়কের বিরাগভাজন হন। একসময় রোহিতকে সান্ত করতে কোহলি তার সঙ্গে কথা বলেন।

জিএইচ/এসজি(স্টার টিভি, এনডিটিভি)