পপ সংগীতের এক বহুল আলোচিত ব্যক্তিত্ব ক্যাট স্টিভেন্স
১২ জানুয়ারি ২০১২একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী, গীতিকার, সুরকার ও গায়ক ক্যাট স্টিভেন্স৷ আজো পপ সংগীত জগতে চির সবুজ হয়ে আছে তাঁর বহু গান৷ তাঁর সমাজ, স্বপ্ন আর ভালবাসা নিয়ে গাঁথা ব্যালাড আঙ্গিকের গান আজো মুগ্ধ করে অসংখ্য সংগীতানুরাগীদের৷
ক্যাট স্টিভেন্স'এর জন্ম ১৯৪৮ সালে লণ্ডনে৷ বাবা গ্রীক-সাইপ্রিয়ট ও মা সুইডিশ৷ আসল নাম স্টিভেন ডেমেত্রি জর্জিও৷ বাবা ছিলেন ব্যবসায়ী৷ ছোট বেলা থেকে চিত্রকলার প্রতি তাঁর ছিল অনুরাগ৷ পরবর্তীকালে সংগীতের প্রতি ঝুঁকে পড়েন তিনি৷ ১৮ বছর বয়সে তাঁর হিট গান ‘আই লাভ মাই ডগ' এর মধ্য দিয়ে পপ সংগীতাঙ্গনে তাঁর প্রথম আত্মপ্রকাশ৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ একাধিকবার শ্রেষ্ঠ গায়ক ও গীতিকার হিসেবে স্বীকৃতি লাভের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন পপ সংগীতের এক বহুল আলোচিত ব্যক্তিত্ব৷
১৯৭৯ সালের ডিসেম্বর মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন ক্যাট স্টিভেন্স৷ নতুন নাম নেন ইউসুফ ইসলাম৷ আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই সময় সংগীত জগত থেকে সরে দাঁড়ান তিনি এবং পুরোপুরি ব্রতী হোন সমাজ সেবায়৷ বিশেষ করে দরিদ্র মুসলিম শিশুদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন তিনি৷ ১৯৮১ সালে লন্ডনে প্রতিষ্ঠা করেন ‘ইসলামিয়া প্রাইমারি স্কুল'৷ তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মানবিক ও সামাজিক সংগঠনের সাথে কাজ করেন তিনি৷ দির্ঘ ২৮ বছর পর ইউসুফ নামে তাঁর ‘অ্যান আদার কাপ' অ্যালবাম নিয়ে আবার পপ সংগীত জগতে ফিরে আসেন তিনি৷
মানবিকতা ও শান্তির পৃষ্ঠপোষক হিসেবে, ‘ওয়ার্লড অ্যাওয়ার্ড', ‘ম্যান ফর পিস অ্যাওয়ার্ড' সহ আরো বহু আন্তর্জাতিক সম্মাননায় ভুষিত হয়েছেন সংগীত শিল্পী ক্যাট স্টিভেন্স ওরফে ইউসুফ ইসলাম৷ ২০০৯ সালে অনুরাগীদের উপহার দেন ইউসুফ ইসলাম তাঁর নতুন অ্যালবাম ‘রোড সিঙ্গার'৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক