নৌকা ডুবে ট্রাম্পের সমর্থকরা পানিতে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লেক ট্রাভিসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের বেশ কয়েকটি নৌকা ডুবে যায়৷ ছবিঘরে দেখে নিন সেই দৃশ্য...
নির্বাচনি প্রচার
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর ট্রাম্পের সমর্থকরা এই প্যারেডের আয়োজন করে৷
ফেসবুকে প্রচার
ট্রাম্পের সমর্থকরা ফেসবুকের মাধ্যমে ‘লেক ট্রাভিস ট্রাম্প বোট প্যারেড’ নামের একটি প্যারেডের আয়োজন করে৷ ফেসবুকে ট্রাম্প সমর্থকরা সবাইকে বড় ছোট সব ধরনের নৌকি নিয়ে হাজির হওয়ার আহ্বান জানান৷ সঙ্গে দেশের পতাকা ও ট্রাম্পের ছবি সম্বলিত পতাকা দিয়ে নৌকাগুলো সাজানোর কথাও বলা হয়৷ ফলে দুই হাজার ৬০০রও বেশি টাম্প সমর্থক অংশ নেন বোট প্যারেডে৷
জনপ্রিয় লেক
লেকটির উৎস কলোরাডো নদী৷ এই লেকটি বোটিং, মাছ ধরা, সাঁতার এবং নানা ধরনের কর্মকাণ্ডের জন্য জনপ্রিয়৷
অনেক ঢেউ
ছবিতে দেখা যাচ্ছে একটা নৌকা প্রবল ঢেউয়ের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলছে৷
নৌকাডুবি
প্যারেড শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ৪টি নৌকা ডুবে যায়৷ বাকিগুলো পাথরে ধাক্কা খেয়ে আটকে পড়ে৷ নৌতাডুবির ঘটনান তদন্ত শুরু হয়েছে৷
া
া
আরো বড় বিপদ হতে পারতো
ট্রাভিস কাউন্টির শেরিফের মুখপাত্র ক্রিস্টেন ডার্ক জানিয়েছেন, ওই লেকে এত নৌকা একসঙ্গে কখনো চলেনি৷ তাঁর ধারণা, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে আরও বেশি সংখ্যক নৌকা ডোবার কথা৷