নেপালের নমোবুদ্ধ’র নতুন বাসা কুমায়ুঁতে!
২৩ জানুয়ারি ২০১১স্যাটেলাইটের সাহায্যেই এখন নমোবুদ্ধ-র খবর পাচ্ছেন বিজ্ঞানীরা৷ নমোবুদ্ধ হল সেই পুরুষ বাঘের নাম৷ দক্ষিণ নেপালের চিতওয়ান জাতীয় পার্কে ছিল নমোবুদ্ধের আস্তানা৷ জঙ্গলে আরেক বাঘের সঙ্গে এক বাঘিনীর দখল নিয়ে তার লড়াই বাধে৷ লড়াইয়ে হেরে আহত অবস্থায় অসহায় হয়ে পড়ে ছিল নমোবুদ্ধ৷ নেপালের জাতীয় পার্কের কর্তৃপক্ষ খবর পেয়ে নমোবুদ্ধকে তুলে আনেন জঙ্গল থেকে৷
তারপর আরও কাহিনী৷ নমোবুদ্ধ-র আঘাত এতটাই গভীর ছিল যে বিশেষ গাড়িতে তাকে চড়িয়ে ৪০০ কিলোমিটার দূরের পশু হাসপাতালে নিয়ে যেতে হয় শার্দুল মহারাজকে৷ সেখানে সপ্তাহ দুয়েকের চিকিৎসা, ভালো ভালো পথ্য, মানে মুর্গির সুরুয়া আর ওষুধবিষুধ৷ এইসবের পর সে সেরে উঠেছে এখন৷
কিন্তু তাতেই তো সব শেষ নয়৷ জাতীয় পার্কের বনপাল ঘিসিং শেরিং বলছেন, জাতীয় পার্কে আবার ছেড়ে দিলে নমোবুদ্ধ মারা পড়বে৷ কারণ, তার শত্রু তাকে কিছুতেই ছেড়ে দেবে না৷ অতএব আবার গাড়িতে সওয়ার নমোবুদ্ধ৷ এবার গন্তব্য আবার ৬০০ মাইল দূরে৷ দেশের একেবারে অন্য প্রান্তে পশ্চিম নেপালের বারদিয়াতে৷ সেখানে কুমায়ুঁ-র গভীর জঙ্গলে নমোবুদ্ধকে শনিবার ছেড়ে দেওয়া হয়েছে৷
ছেড়ে দেবার আগে অবশ্যি নমোবুদ্ধের গলায় একখানা গহনা পরিয়ে দেওয়া হয়েছে৷ একটা স্যাটেলাইট কলার৷ বনপাল শেরিং জানিয়েছেন, নতুন অরণ্যে কীভাবে নিজের বাসা তৈরি করে নমোবুদ্ধ, তার সব খবর আমরা পাব৷ ওকে দেখতেও পাব৷ সবটাই করবে স্যাটেলাইট৷
তো, এই হল নেপালের বাঘ নমোবুদ্ধের কাহিনী৷ সে তার নতুন বাসা খুঁজে পেলে সে খবরটাও আপনাদের জানাব, কথা দিচ্ছি৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: রিয়াজুল ইসলাম