‘নান আদার দ্যান' মিস্টার ট্রাম্প!
১২ জুলাই ২০১৯ঠিকই ধরেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কথাই বলছি৷ না বলে উপায় কি? কাণ্ডটা তো তিনিই ঘটিয়েছেন৷ তাঁর কথায় কুঁচাকনো ভ্রু কপাল ছেড়ে মাথায় উঠার যোগাড়!
মার্কিন প্রেসিডেন্টর উদ্ভট মন্তব্যের নতুন সংযোজন হচ্ছে, কিডনির জায়গা হৃদপিণ্ডে৷
কিডনি বিষয়ক স্বাস্থ্য সচেতনতা নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছে ট্রাম্প প্রশাসন৷ বুধবার এ নিয়ে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প৷ সেদিন নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, ‘হৃদপিণ্ডের বিশেষ জায়গায় আছে কিডনি।'
ভিডিওটি ইন্টারনেটে ছাড়া হলে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা৷ উদ্ভট মন্তব্যের জন্য জগৎজোড়া খ্যাতি তো আছে তাঁর৷ কিডনি নিয়ে এমন মন্তব্য, তা আরেকটু উস্কে দিল৷ গণমাধ্যমের অনলাইন সংস্করন, ফেসবুক, ট্যুইটার, ইউটিউব-সবখানেই বেশ জোরের সঙ্গেই ট্রাম্পের মন্তব্য উপভোগ করছেন লাখো মানুষ৷
এমন হাস্যরসাত্মক মন্তব্যের পরেও কেউ কেউ ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন৷ তাঁদের দাবি, এ কথা দিয়ে কিডনির গুরুত্ব বোঝাতে চেয়েছেন ট্রাম্প৷ তিনি বোঝাতে চেয়েছেন, কিডনির গুরুত্ব সবাই হৃদয় দিয়ে অনুভব করে।
টিএম/কেএম (গার্ডিয়ান, ইন্ডিয়া টুডে, ইনডিপেনডেন্ট)