নাইজেরিয়ায় নিহত ১১৮
২১ মে ২০১৪মঙ্গলবার শহরের প্রধান বিপণি বিতান এবং একটি হাসপাতালে আধা ঘণ্টার ব্যবধানে দুটি গাড়ি বোমায় এই বিস্ফোরণ ঘটানো হয়৷
প্ল্যাটু স্টেটের পুলিশ কমিশনার ক্রিস ওলাকপে জানিয়েছেন, এই হামলায় আরো অন্তত ৫৬ জন আহত হয়েছেন৷ বিপণি বিতানের ধ্বংসস্তূপের নিচে আরো মৃতদেহ পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এ হামলাকে ‘বর্বরোচিত' আখ্যায়িত করে বলেছেন, তাঁর সরকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে বদ্ধপরিকর৷ ‘মানব সভ্যতার শত্রুদের' এ ধরনের নাশকতায় সরকার পিছু হটবে না৷
স্বাভাবিকভাবেই এ ঘটনার জন্য নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত তারা হামলার দায় স্বীকার করেনি৷
পাঁচ বছর আগে সংগঠনটির জঙ্গি কার্যক্রম শুরুর পর থেকে তাঁদের হামলায় অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে৷ পশ্চিমা শিক্ষার বিরোধী বোকো হারামের জঙ্গিরা গত ১৪ এপ্রিল চিবোকের এক স্কুল থেকে অস্ত্রের মুখে ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করে, যাঁদের মধ্য ২২৩ জনকে এখনো আটকে রাখা হয়েছে৷
এরপরও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু না করায় প্রেসিডেন্ট গুডলাক জনাথনকে সমালোচনার মুখে পড়তে হয়েছে৷ এমনকি তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে৷
এই পরিস্থিতিতে গত ১৭ই মে প্যারিসে এক সম্মেলনে অংশ নিয়ে নাইজেরিয়া, ক্যামেরুন, নাইজার, চাড ও বেনিনের প্রেসিডেন্টরা বোকো হারামের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন৷
এর তিন দিনের মাথায় মঙ্গলবার বিকালে জস শহরের জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় এই গাড়ি বোমা হামলা হলো৷
প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের প্রাণকেন্দ্রে একটি বিপণি বিতানে৷ হতাহতদের সরিয়ে নেয়ার কাজ শুরু হওয়ার পর হট্টগোলের মধ্যেই জস ইউনিভার্সিটি হাসপাতালের সামনে ঘটানো হয় দ্বিতীয় বিস্ফোরণ৷
শক্তিশালী বিস্ফোরণে নিউ আবুজা মার্কেট এলাকায় কয়েকটি ভবনও ধসে পড়ে৷ বহু দোকান পুড়ে যায় এবং হাসপাতাল, একটি ব্যাংক এবং বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়৷
নাইজেরিয়া সেনাবাহিনীর বিশেষজ্ঞরা বলছেন, দুটি বোমার মধ্যে একটি লুকিয়ে রাখা হয়েছিল ট্রাকে, অন্যটি একটি মিনিবাসে৷ বিস্ফোরণের পর বহু পোড়া মৃতদেহ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিতে দেখা যায়৷
গত এপ্রিল এবং চলতি মাসের শুরুতে নাইজেরিয়ার রাজধানী আবুজার উপকণ্ঠে দুই দফা বোমা হামলায় অন্তত ৯০ জন নিহত হন৷ এসব ঘটনার জন্যও বোকো হারামকে দায়ী করা হচ্ছে৷
জেকে / এসবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)