1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আই-প্যাড

৮ মার্চ ২০১২

মার্চের ষোলো তারিখে বাজারে পড়বে ‘আই প্যাড’-এর নবীনতম প্রজন্ম৷ হৈচৈ যথারীতি বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে৷ অ্যাপল-এর আরেক ক্যারিশমা বাজারে এলো, কিন্তু আই-গড স্টিভ জোবস কবরে শুয়ে আছেন৷

https://p.dw.com/p/14H9q
ছবি: dapd

তফাৎ কোথায়? উত্তর হল, তফাত কোথায় নয়! প্রতিবার নতুন নতুন এক কামড় খাওয়া আপেলের লোগো সহ যেসব বস্তু বাজারে আসে, তাকে ঘিরে হৈচৈ, অ্যাপল ভক্তদের মুগ্ধতা আর রাত থেকে লাইন দিয়ে সেসব কেনার জন্য ব্যাকুলতা, কিংবা গোটা দুনিয়ার অত্যাধুনিক প্রযুক্তির দিকে তাকিয়ে গ্ল্যামার ঝলকের আলো, সে কী আর এমনি এমনি?

মোটেই নয়৷ সে কারণেই নতুন আই প্যাডের বৈশিষ্ট্য ব্যাখ্যা সামান্য পরিসরে কুলোবে না৷ তাও বলে নেওয়া যাক৷ নতুনটার স্ক্রিন ফাটাফাটি রকমের ভালো৷ ২,০৪৮ X ১৫৩৬ মেগাপিক্সেল৷ ট্যাবলেটে জোড়া হয়েছে A5X চিপ৷ ফলে গ্রাফিক্সের কাজে তার দক্ষতা অতুলনীয়৷ পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, চালাতে পারবে ফোর জি এলটিই নেটওয়ার্ক৷ এছাড়া ওয়াই ফাই যেখানে কাজ করতে পারবে, সেখানে এই আই প্যাডের গতি হবে দুরন্ত৷ এর বাইরে দশ ঘন্টার ব্যাটারি বা অ্যাপলের যেসব নিজস্ব হাই প্রোফাইল কারিগরি আছে, সেসব তো অ্যাপলের সঙ্গে সঙ্গেই থাকে৷ এতেও থাকছে যথারীতি৷

তবে এবারের নবীনতম আই প্যাড যেহেতু বেশ কিছু অতিরিক্ত যন্ত্রপাতি তার পেটে ভরে রেখেছে, অতএব আই প্যাড-টু'এর অনুপাতে এ একটু বেশি মোটা৷ আগেরটা ছিল, ৮.৮ মিলিমিটার আর এটা ৯.৪ মিলিমিটার৷ আর নতুন আই প্যাডের দাম? জানা গেছে, শুধু ওয়াই ফাই সহ এর দাম পড়বে ৩৯৯ পাউন্ড আর ৬৪ জিবি মডেলের দাম হবে ৬৫৯ পাউন্ড৷

তবে অ্যাপল, যারা কিনা এই গ্রহের সবচেয়ে লোভনীয় কম্পিউটার তৈরি করে নিজেদের পরিস্থিতি সামলে ফেলেছে, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীতেও সাফল্য যাদের সর্বোত্তম, তারা এই ২০১২ সালের শেষদিকে উইন্ডোজের বেশ বড়সড় চ্যালেঞ্জের ধাক্বা নাকি খাবে, বলছেন বিশেষজ্ঞরা৷ কারণ, তার মধ্যে উইন্ডোজ এইট সহ নতুন ট্যাবলেট চলে আসবে বাজারে৷

তার অবশ্য এখনও অনেক দেরি আছে৷ আপাতত অ্যাপল উত্তেজনার পারদ চড়ে আছে তুঙ্গে৷ আগামী ১৬ মার্চ তারিখে নতুন প্রজন্মের নবীনতম ঝকঝকে আই প্যাড কেনা যাবে ব্রিটেন, অ্যামেরিকা, ক্যানাডা, জার্মানি, ফ্রান্স, সুইৎজারল্যান্ড, হংকং, সিঙ্গাপুর অস্ট্রেলিয়া আর জাপানে৷ সেদিকে তাকিয়েই বাকি দিনক'টা বিনিদ্র রাত কাটাতে তৈরি অ্যাপল প্রেমীরা৷ কম্পিউটারের পরিভাষায়, অ্যাপল হল এক আলাদা ধর্ম৷ আর এই ধর্মে যারা বিশ্বাসী, তারা অন্য কোনো কিছুকেই ধর্তব্যের মধ্যে ধরে না৷ এখন তারা শুধু নতুনতম এই আই প্যাডটিকে হাতে নিয়ে নেড়চেড়ে দেখতে চায়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য