1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধন্যি ছেলের অধ্যবসায়!

৬ এপ্রিল ২০১৮

হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, স্ট্যানফোর্ড....বিশ্বের এমন সব সেরা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটাতে একবার পড়ার সুযোগ পেলে অনেকেই বর্তে যান! কিন্তু যিনি সবকটাতে পড়ার সুযোগ পান?

https://p.dw.com/p/2vZva
Harvard Studenten Abschlussfeier Archiv 2008
ছবি: picture alliance/epa/Matt Campbell

না, না, চোখ কপালে তোলার কিছু নেই৷ বরং ভাইরাল ভিডিওতে দেখে নিন সেই ধন্যি ছাত্রকে৷ সদ্য হাইস্কুলের চৌকাঠ পেরোনো ১৭ বছরের মাইকেল ব্রাউন বিশ্বের তাবড় ২০ কলেজ থেকে পড়াশুনো এবং পুরোদস্তুর স্কলারশিপের সুযোগ পেয়েছে৷ আর স্কলারশিপের বাইরেও তিনি আড়াই লক্ষ ডলারের পুরস্কারও পাচ্ছেন৷

মেধা নিয়ে সংশয় নেই৷ গড় গ্রেড পয়েন্টে তিনি ৪ দশমিক ৬৮ এবং বুদ্ধিমত্তার পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৫৪০ পেয়েছেন৷ ফলে এ হেন মেধাবীকে নিয়ে হইচই তো হবেই! সোশ্যাল মিডিয়াতেও তাঁর উচ্ছ্বাস দেখার জন্য ধূম পড়ে গিয়েছে৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার পাওয়া মাত্র তাঁর বন্ধুরা তাঁকে অভিবাদন জানানোর ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে৷ লম্বা তালিকায় রয়েছে প্রিন্সটন, ইয়েল বা হার্ভার্ডের মতো ডাকসাইটে নাম৷

এতদিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের লম্বা তালিকা থাকত, এবার ছাত্রের কাছে বিশ্ববিদ্যালয়ের লম্বা তালিকা....ব্যাপারটা মজার না!

পিএস/ডিজি

https://www.youtube.com/watch?v=-no1spH_rNk

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য