দেশে দেশে ঈদের আনন্দ
চাঁদ দেখা যায়নি বলে বাংলাদেশে ঈদের আনন্দ শুরু হবে বৃহস্পতিবার৷ কিন্তু বিশ্বের নানা প্রান্তে রক্তক্ষয়ী যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দায় আক্রান্ত মানুষের জীবনেও দিনটি এসেছে আনন্দ নিয়ে৷ নানা দেশে ঈদ উদযাপন নিয়ে এই ছবিঘর৷
জার্মানি
মধ্যপ্রাচ্যের মতো একই দিনে ইউরোপের দেশগুলোতে পালিত হচ্ছে ঈদুল ফিতর৷ মধ্যপ্রাচ্য আর এশিয়ার দেশগুলোর মতো জমকালো না হলেও ইউরোপের দেশগুলোতেও বসবাসরত মুসলিমরা উদযাপন করেন ঈদ৷ জার্মানির রাজধানী বার্লিনের শহিদ মসজিদে ঈদের নামাজ আদায়ে সমবেত হয়েছেন মুসল্লিরা৷
ইন্দোনেশিয়া
১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়া৷ সেখানেও ১০ এপ্রিল উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর৷ পশ্চিম জাভার বেকাসির একটি সড়কে ঈদের নামাজে জড়ো হয়েছেন নানা বয়সের মানুষ৷
পাকিস্তান
ঈদের নামাজ শেষে মোটর সাইকেলে করে ফিরে যাচ্ছেন এক ব্যক্তি৷ সেই বাইকের সামনে রয়েছে নানা রঙের বেলুন হাতে এক শিশু৷ চোখে তার খুশির ঝিলিক৷
মেহেদী রাঙা হাত
ঈদকে সামনে রেখে মেহেদীর রঙে নিজেদের হাত রাঙিয়ে নিতে ভালোবাসেন নারীরা৷ পাকিস্তানের পেশাওয়ারে অনেকেই নিজেদের হাত রাঙিয়েছেন মেহেদীতে৷ এছাড়া বাংলাদেশ, ভারতেও হাতে মেহেদী দেয়ার রীতি খুবই জনপ্রিয়৷
কাতার
মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ১০ এপ্রিল উদযাপিত হচ্ছে ঈদ৷ কাতারের রাজধানী দোহার রাস্তায় ঈদের নতুন পোশাক পরা দুই শিশুকে নিয়ে হেঁটে আসছেন এক ব্যক্তি৷ আর দুই শিশুকে ঘিরে উড়ছে কয়েকটি কবুতর৷
ইরাক
মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও পালিত হয়েছে ঈদ৷ দেশটির নাজাফ শহরের ইমাম আলি সমাধি চত্বরে নারী-পুরুষ সবাই সমবেত হয়েছেন ঈদের নামাজে৷ নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাতে অংশ নেন সবাই৷
মালয়েশিয়া
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মালয়েশিয়াতেও ঈদ পালিত হয়েছে৷ দেশটির রাজধানী কুয়ালালামপুরের সুলতান আব্দুল সামাদ জামে মসজিদে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা আদায় করেছেন তাদের ঈদের নামাজ৷
ফিলিস্তিন
পশ্চিমাদের কাছে সন্ত্রাসী হিসাবে পরিচিত ইসলামি গ্রুপ হামাসের সঙ্গে চলছে ইসরায়েলের সংঘর্ষ৷ যুদ্ধের আতঙ্কের মধ্যেও সেখানে এসেছে ঈদ৷ গাজা উপত্যকার রাফায় ঈদের নামাজ আদায় করেছেন অনেক ফিলিস্তিনি৷
মিশর
পিরামিডের দেশ মিশরে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে পবিত্র ঈদুল ফিতর৷ সকালে দেশটির ওয়েস্টার্ন ডেজার্টের একটি পিরামিড কমপ্লেক্সে সমবেতে হয়েছেন হাজারো মুসল্লি৷ খোলা প্রান্তরে সবাই আদায় করেছেন ঈদের নামাজ৷
লেবানন
২০১৯ সাল থেকে তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে লেবানন৷ দেশটিতে কাগজে কলমে আছে ১৫ লাখ সিরীয় অভিবাসী৷ বিপর্যস্ত সেই জনপদেও এসেছে ঈদের আনন্দ৷ সকালে বৈরুতে আল আমিন মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সেলফি তুলছেন দুই তরুণ৷
তুরস্ক
তুরস্ক ঈদ আনন্দে মেতেছেন তুরস্কবাসীরাও৷ ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে অনেকেই আদায় করেছেন ঈদের নামাজ৷ সমবেত হয়েছেন শিশু, নারী পুরুষ, সবাই৷ মসজিদের বাইরে প্রাঙ্গণে দাঁড়িয়ে অনেকেই তখন ঈদ আনন্দ উদযাপনের ছবি তুলছিলেন৷