1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই

জাহিদুল হক৫ জুলাই ২০১৩

আপনার স্কুল পড়ুয়া সন্তানটি হয়ত বছরের প্রথম দিনই হাতে নতুন বই পেয়ে গেছে৷ তাই আপনি অনেক ভাগ্যবান৷ কিন্তু একবার ভাবুন তো, যে পিতামাতার সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী, তারা এখনো বই পায়নি৷ আপনি কি তাদের দুঃখটা উপলব্ধি করতে পারছেন?

https://p.dw.com/p/192Yf
ছবি: AP

চাইলে আপনি নিজেই এসব হতভাগা মা-বাবা ও তাদের সন্তানদের পাশে এসে দাঁড়াতে পারেন৷ পারেন তাদের জন্য ব্রেইল পদ্ধতির বই প্রকাশে সহায়তা করতে৷

এ লক্ষ্যে কয়েকদিন আগে ফেসবুকে একটি গ্রুপ তৈরি হয়েছে যার নাম ‘বাংলাব্রেইল'৷ এর মাধ্যমে স্বেচ্ছাসেবকরা পাঠ্যপুস্তকগুলোর টেক্সট ইউনিকোডে রূপান্তরিত করছে৷ এরপর সেটা ব্রেইল প্রিন্টার থেকে প্রকাশ করা হবে৷ পাশাপাশি চলছে অডিওবুক তৈরির কাজও৷

ফেসবুক গ্রুপ থেকে জানা যায়, স্কুলের অনেক বইয়ের সফটকপি নেই, নেই ইউনিকোডও৷ ফলে সেগুলো ব্রেইল আকারে প্রকাশ করা যাচ্ছে না৷ এজন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে বইগুলোর টেক্সট ইউনিকোডে রূপান্তর করা, অর্থাৎ কম্পিউটারে টেক্সটগুলো টাইপ করে দেয়া৷

ইতিমধ্যে অনেক স্বেচ্ছাসেবক কাজ শুরু করে দিয়েছেন৷ গ্রুপ থেকে জানানো হয়েছে, কাজ চলছে দ্রুতগতিতে৷ এভাবে বইগুলো টাইপ করা শেষ হলে পরবর্তীতে সেগুলো ডঃ মুহাম্মদ জাফর ইকবালের তৈরি ব্রেইল প্রিন্টার থেকে প্রকাশের ব্যবস্থা নেয়া হবে৷

চাইলে আপনিও সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করতে পারেন৷ টাইপ করে অথবা অডিও ফাইল তৈরি করেবইগুলো অনলাইনে পাওয়া যাওয়ায় যারা দেশের বাইরে আছেন তারাও একাজে সহায়তা করতে পারেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য