1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্গত এলাকায় হেসে মাফ চাইলেন ম্যার্কেলের উত্তরসূরি

১৯ জুলাই ২০২১

জার্মানির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট৷ সঙ্গে ছিলেন ম্যার্কেলের পর সিডিইউ দলের পক্ষ থেকে জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট৷

https://p.dw.com/p/3whHl
জার্মানির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট৷ সঙ্গে ছিলেন ম্যার্কেলের পর সিডিইউ দলের পক্ষ থেকে জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট৷
বন্যাদুর্গত এলাকায় গিয়ে আরমিন লাশেটকে হাসতে দেখা যায়৷ছবি: Marius Becker/dpa/picture alliance

প্রেসিডেন্ট যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, ক্যামেরায় ধরা পড়ে পেছনে লাশেটের হাসাহাসির দৃশ্য৷

হঠাৎ বন্যায় জার্মানিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে দেড়শ৷ আহত হয়েছেন আরো অনেকে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ইউরো ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে৷ এমন পরিস্থিতিতে  শনিবার ফ্রাঙ্ক-ভাল্টার শ্টাইনমায়ার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলতে এর্ফস্টাডট শহরে গিয়েছিলেন৷ পরিদর্শন শেষে যখন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, পেছনে একটু দূরে দাঁড়িয়ে অন্য কয়েকজনের সঙ্গে কোনো এক বিষয়ে উৎফুল্ল হয়ে হাসতে দেখা যায় লাশেটকে৷

এমন ভয়াবহ দুর্যোগের পর দুর্গত এলাকায় গিয়ে উৎফুল্ল হয়ে হাসাহাসি করায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে লাশেটকে৷ আসছে সেপ্টেম্বরে জার্মানির ক্ষমতাসীন খ্রিস্টীয় গণতন্ত্রী দল- সিডিইউ-র চ্যান্সেলর প্রার্থী লাশেট৷ ফলে সমালোচনার তিরটা বেশিই তীক্ষ্ণ ছিল৷

লাশেট অবশ্য এ ঘটনার জন্য সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছেন৷ এক টুইটে তিনি নিজের ব্যবহারকে ‘অযথাযথ’ বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন আলোচনায় যাদের দুর্ভাগ্য়ের কথা উঠে এসেছে, তাদের বিষয়টিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ ফলে আমার কথোপকথনের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে আমি লজ্জিত৷ এটা যথাযথ ছিল না এবং আমি এজন্য দুঃখিত৷’’

‘লাফিং লাশেট' নিয়ে ব্যাপক সমালোচনা

ক্ষমা চেয়ে অবশ্য পার পাননি লাশেট৷ খুব দ্রুতই হাসতে থাকা লাশেটের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে পড়ে৷ জার্মান গণমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়, টুইটারে #Laschetlacht (লাশেট হাসে) হ্যাশট্যাগ শীর্ষ ট্রেন্ডিং টপিক হয়ে পড়ে৷

বিরোধী দলের নেতারাও এই ঘটনার সূত্র ধরে লাশেটকে একহাত নেয়ার সুযোগ ছাড়েননি৷ সামাজিক গণতন্ত্রী দল- এসপিডির মহাসচিব লার্স ক্লিংবাইল জার্মান পত্রিকা বিল্ড আম সনটাগকে দেয়া সাক্ষাৎকারে এই ঘটনাকে ‘অশালীন এবং আপত্তিকর’ বলে উল্লেখ করেছেন৷ এসপিডি যদিও ম্যার্কেলের সিডিইউ-এর সঙ্গে বর্তমান জোট সরকারে রয়েছে, কিন্তু ২৬ সেপ্টেম্বরের নির্বাচনে দল দুটি আলাদা নির্বাচন করছে৷

ক্লিংবাইল আরো বলেন, ‘‘বলা হয়ে থাকে যে, সংকটের সময়েই মানুষের আসল চরিত্র প্রকাশ হয়৷’’ এই ঘটনায় লাশেট নিজেকে ‘অযোগ্য’ প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি৷

উদারপন্থি এফডিপিও লাশেটকে আক্রমণ করেছে৷ এফডিপির সংসদীয় দলের উপনেতা মিকায়েল ঠয়রার বলেছেন, ‘‘প্রেসিডেন্ট যখন ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানাচ্ছেন, তখন পেছনে মাস্ক না পরে বোকার মতো ঘুরে বেড়ানোটা ঘটনার গুরুত্বকে হালকা করে দেয়৷’’

এডিকে/এসিবি (এপি, ডিপিএ)

১৬ জুলাইর ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান