পিস্টোরিয়াস দৌড়াবেন অলিম্পিকে
২০ জুলাই ২০১২এবার পিস্টোরিয়াস অংশ নিচ্ছেন লন্ডন অলিম্পিকে৷ সেখানে তাঁকে শারীরিক সমস্যাবিহীন অ্যাথলেটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে৷ পুরুষদের ৪০০ মিটার আর ৪ x ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন তিনি৷
এ মাসের শুরুতে পিস্টোরিয়াসকে দল অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকার অলিম্পিক কমিটি৷ সেসময় পিস্টোরিয়াস ইটালিতে ছিলেন৷ খবরটা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেন নি তিনি৷ পিস্টোরিয়াস বলেন, তিনি এখনো স্বপ্নের ঘোরে আছেন৷ অলিম্পিকে যেদিন তিনি দৌড়াতে নামবেন সেদিন এই ঘোর কাটবে বলে জানান পিস্টোরিয়াস৷
মাত্র ১১ মাস বয়সে পিস্টোরিয়াস'এর দুই পা কেটে ফেলতে হয়৷ কেননা সেসময় চিকিৎসকরা নিশ্চিত হন যে, তাঁর দুই পায়ের হাড় নেই৷
কিন্তু এরপরও দমে যান নি পিস্টোরিয়াস৷ স্কুলের বিভিন্ন খেলায় অংশ নিতে থাকেন তিনি৷ এরই মধ্যে রাগবি খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পান৷ এবং তারপরই তিনি অ্যাথলেট হওয়ার সিদ্ধান্ত নেন৷
২৫ বছর বয়েসি পিস্টোরিয়াস এতদিন প্রতিবন্ধীদের টুর্নামেন্টে অংশ নিয়েছেন৷ কিন্তু তিনি সবসময় চেয়েছেন সামর্থবানদের সঙ্গে লড়তে৷ সেটা সম্ভব হয়নি আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনের আপত্তির কারণে৷ তাদের দাবি, যে ব্লেডটি লাগিয়ে পিস্টোরিয়াস দৌড়ান সেটা তাকে বাড়তি সুযোগ এনে দেয়৷
তবে চার বছর আগে ‘কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট' এক রায়ে অ্যাথলেটিক ফেডারেশনের ঐ দাবি ঠিক নয় বলে রায় দেয়৷ ফলে প্রতিবন্ধী নয় এমন অ্যাথলেটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুলে যায় পিস্টোরিয়াস'এর৷ তবে রায়টা নিজের অনুকূলে পেতে তাঁকে বিশেষজ্ঞদের নিয়োগ করতে হয়েছে, যারা প্রমাণ করেছেন যে, ব্লেডটা স্বাভাবিক পায়ের মতোই কাজ করে৷ এর বেশি কিছু নয়৷
লন্ডন অলিম্পিকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করবেন পিস্টোরিয়াস৷ তবে তিনি মনে করেন, ২০১৬ সালে ব্রাজিলের রিও'তে যে অলিম্পিক হবে সেখানে তিনি আরো ভালও করতে পারবেন৷ কেননা সেসময় তাঁর বয়স হবে ২৯৷ পিস্টোরিয়াস মনে করেন, অ্যাথলেটদের বয়স যখন ২৭ থেকে ২৯ বছরের মধ্যে থাকে তখন তারা তাদের সামর্থ্যের সেরাটা দিতে পারেন৷
জেডএইচ / ডিজি (এএফপি)