হুমকিতে পদত্যাগ করলেন জুমা
১৫ ফেব্রুয়ারি ২০১৮২০০৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন জুমা৷ এরপর গত নয় বছরে তাঁর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ওঠে৷ এসব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ‘আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’ এএনসির নির্বাহী কমিটির বৈঠকে জুমাকে পদত্যাগের অনুরোধ জানানো হয়৷ কিন্তু তিনি তা করবেন না বলে জানালে তাঁকে বৃহস্পতিবারের মধ্যে সংসদে ভোটের মাধ্যমে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছিল এএনসি৷ উল্লেখ্য, সংসদে এএনসির সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে জুমার বিরুদ্ধে ‘নো-কনফিডেন্স’ ভোট পাস করানো দলটির জন্য সহজ ছিল৷
নিজ দলের কাছ থেকে এই হুমকি পাওয়ার পর বুধবার দিনের শেষে প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের ঘোষণা দেন জুমা৷
তবে টেলিভিশনে দেয়া প্রায় আধ ঘণ্টার এক বক্তব্যে দলের সিদ্ধান্তের প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ করেন৷ দলের কাছ থেকে তিনি ‘খুব অন্যায়’ আচরণ পেয়েছেন বলেও অভিযোগ করেন জুমা৷ ‘‘আমি খারাপ কিছু করেছি কিনা সে ব্যাপারে কোনো প্রমাণ নেই,’’ দাবি তাঁর৷
এদিকে, জুমা পদত্যাগ করায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এএনসির সভাপতি সিরিল রামাফোসা৷ গত ডিসেম্বরে তিনি জুমাকে হারিয়ে দলের সভাপতি নির্বাচিত হন৷
বৃহস্পতিবার সংসদে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে রামাফোসার পুরো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আগামী বছর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷
জুমার বিরুদ্ধে অভিযোগ
একটি অভিযোগ বলছে, ক্ষমতায় যাওয়ার আগে জুমা ৭৮৩টি ‘পেমেন্ট’ গ্রহণ করেছেন, যেগুলো একটি অস্ত্র চুক্তির সঙ্গে সম্পর্কিত৷
জুমার বিরুদ্ধে আরেকটি অভিযোগের সঙ্গে যুক্ত ভারতে জন্মগ্রহণকারী গুপ্তা পরিবার৷ জুমার সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে এই পরিবার অন্যায়ভাবে সরকারের অনেক লাভজনক ব্যবসা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে৷
বুধবার দক্ষিণ আফ্রিকার পুলিশ এই পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়৷ এই সময় গুপ্তা পরিবারের এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)