দক্ষিণ সুদানে ভারতের সৈনিক নিহত
২০ ডিসেম্বর ২০১৩এদিকে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেনসহ বেশ কিছু দেশ দক্ষিণ সুদান থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে৷
জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত অশোক মুখার্জি জানান, দক্ষিণ সুদানের জংলেই রাজ্যের আকোলো শহরে জাতিসংঘের শিবিরে আশ্রিতদের ওপর হামলা চালানো হয়৷ হামলায় ভারতের তিন সৈনিক মারা গেছে বলে জানিয়েছেন তিনি৷ জাতিসংঘের মুখপাত্র ফারহান হক মৃতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি৷
দক্ষিণ সুদানের রাজধানী যুবায় সামরিক বাহিনীর দুটি অংশের মধ্যে রবিবার ভয়ংকর সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষে অন্তত ৫০০ মানুষ নিহত হয়৷ প্রেসিডেন্ট সালভা কির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সংঘর্ষের জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার এবং তাঁর অনুগতদের দায়ী করেছিলেন৷ প্রেসিডেন্টের দাবি, রিক মাচার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছেন৷
গত জুলাইয়ে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে মাচারকে অব্যাহতি দেয়া হয়৷ তারপর থেকে তিনি প্রেসিডেন্ট সালভা কিরের সবচেয়ে বড় প্রতিপক্ষ৷ তবে অভ্যুত্থান চেষ্টা এবং সংঘর্ষে তাঁর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মাচার৷ তাঁর মতে, সংঘর্ষ হয়েছে সামরিক বাহিনীর দুটি গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে৷ কিন্তু বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অজুহাত দাঁড় করাতেই অভ্যুত্থান প্রয়াসের কথা বলছেন প্রেসিডেন্ট সালভা কির৷
সরকারের পক্ষ থেকে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করা হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন কথাই বলছে৷ জাতিসংঘের শিবিরে হামলা এবং তিন ভারতীয় সৈন্যের নিহত হওায়ার ঘটনার পর দক্ষিণ সুদানের ক্ষমতাসীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের নেতা চৌল লাম স্বীকার করেছেন যে, দেশের বর্তমান অবস্থা খুব উদ্বেগজনক৷ এ পরিস্থিতিতে জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইতালিসহ বেশ কয়েকটি দেশ দক্ষিণ সুদান থেকে তাঁদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন দক্ষিণ সুদানের সরকার এবং বিরোধী দলকে আলোচনায় বসে মতবিরোধ দূর করে দেশে শান্তি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন৷
এসিবি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)