থাইল্যান্ডে ‘স্বৈরাচারের বিরুদ্ধে সংগীত', নরম হলো শাসক
৩১ অক্টোবর ২০১৮১০ জনের একটি ব়্যাপ গ্রুপ৷ নাম ‘এগেইনস্ট ডিক্টেটরশিপ'৷ তাদের গানের কথায় দেশের দুর্নীতি, ক্ষমতাসীনদের লোভ, জনগণের ওপর নিপীড়ন,দমন-পীড়নের চিত্র ফুটেউঠেছে স্পষ্টভাবে৷
‘আমার দেশ কোনটি' শিরোনামের গানের ভিডিওটি প্রকাশিত হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে৷ এরইমধ্যে প্রায় দুই কোটি ২০ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি ৷ ‘লাইক' পড়েছে আট লাখ ১০ হাজারেরও বেশি৷
গার্ডিয়ান লিখেছে, পুলিশ প্রথমে এ গানে দেশের ভাবমূর্তি বিনষ্ট এবং কম্পিউটার অপরাধ আইন লংঘনের অভিযোগে শিল্পীদের গ্রেপ্তারের হুমকি দেয়৷ তবে তাদের এই হুমকিতে কেবল গানটির জনপ্রিয়তাই বেড়েছে৷ এটা অনলাইনে এতই ছড়িয়ে পড়ে যে, সেনাবাহিনীর পক্ষে তা আটকানো অসম্ভব হয়ে পড়ে৷
পরে ভোল পাল্টে সোমবার থাই পুলিশের টেকনোলোজি ক্রাইম সেন্টারের উপ পরিচালক মেজর জেনারেল সুরাচাতে হাকপার্ন ফেসবুক পোস্টে লিখেছেন, মতামত প্রকাশে কাউকে বাধা দেওয়া হবে না৷
গত চার বছর ধরে সমালোচনা করলেই কারাগারে ঢোকানো একটি সরকারের জন্য এই ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গার্ডিয়ান৷
এএইচ/এসিবি