থাইল্যান্ডে সিরিজ বোমা হামলা
১২ আগস্ট ২০১৬থাইল্যান্ডের সামরিক জান্তা, অর্থাৎ সামরিক প্রশাসনের বিরোধীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে, বলে মনে করা হচ্ছে; আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে এর কোনো সংযোগ নেই, এমনকি দক্ষিণ থাইল্যান্ডের ইসলামি বিদ্রোহীদের সঙ্গেও এর কোনো সংযোগ নেই, এই হল সরকারের ধারণা৷
গত সপ্তাহান্তে সামরিক জান্তা সফলভাবে একটি সংবিধান সংক্রান্ত গণভোটের আয়োজন করে৷ ঐ সংবিধান মিলিটারির ক্ষমতা বহু বছর ধরে কায়েম করবে, বলে সমালোচকদের অভিমত৷ হুয়া হিন বা ফুকেট-এর পাটং সৈকতের মতো এলাকায় বোমাবাজির উদ্দেশ্য হলো দেশের পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করা৷ এই শুক্রবার আবার রানি সিরিকিট-এর জন্মদিন, ওদিকে সামরিক জান্তা বার বার বলেছে, রাজতন্ত্র রক্ষা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে৷ তার সঙ্গেও এই বোমাবাজির সংযোগ থাকতে পারে৷
সবচেয়ে মারাত্মক বিস্ফোরণগুলি ঘটেছে সমুদ্রতীরের হুয়া হিন শহরটিতে৷ রাস্তাটি বার ও রেস্টুরেন্টে ভরা৷ বিস্ফোরণে একজন থাই মহিলা নিহত ও আরো বিশজন আহত হয়েছেন, আহতদের অর্ধেক বিদেশি, যদিও তারা কোন দেশের নাগরিক, তা এখনও জানা নেই৷
হুয়া হিন-এর বোমাগুলো ফুলের টবে লুকনো ছিল৷ রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেগুলো আধ ঘণ্টা অন্তর অন্তর ফাটানো হয়৷ তার মধ্যে অন্তত একটি বোমা একটি স্যামসাং সেল ফোন ব্যবহার করে ফাটানো হয়৷ সেল ফোনটি খুঁজে পাওয়া গেছে৷ বিস্ফোরণে দু'টি ফোন বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে ও কাছের একটি স্টারবাক্স কাফে-র কাচ ভেঙে গেছে৷
শুক্রবার সকালে আবার হুয়া হিন-এ একটি বিস্ফোরণ ঘটে, এবার ক্লক টাওয়ারের কাছে: এই বিস্ফোরণে একজন মানুষ নিহত ও আরো চারজন আহত হন৷ হুয়া হিন ও ফুকেট ছাড়া দক্ষিণ থাইল্যান্ডের সুরাট থানি-র দু'টি পুলিশ ফাঁড়ির সামনে আরো দু'টি বোমা ফাটে: এখানে একজন ব্যক্তি নিহত ও আরো তিনজন আহত হন৷ এছাড়া ফাং না শহরের বাজার এলাকায় দু'টি বোমা ফেটে দু'টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ বৃহস্পতিবার দক্ষিণের ট্রাং প্রদেশে একটি বোমা ফেটে একজন নিহত ও ছ'জন আহত হন৷
এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)