‘তাইওয়ান শঙ্কা’ উড়িয়ে প্যারাগুয়েতে রক্ষণশীলদের জয়
প্যারাগুয়ে বিশ্বের মাত্র ১৩টি দেশের একটি, যারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখে৷ রোববার প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থী জয়ী হলে সেই সম্পর্ক হয়ত ছিন্ন হতো৷ তবে তিনি জয় পাননি৷
নতুন প্রেসিডেন্ট
লাতিন অ্যামেরিকার দেশ প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন সান্তিয়াগো পেনা৷ ৪৪ বছর বয়সি পেনা একজন সাবেক অর্থমন্ত্রী৷ রক্ষণশীল দল কলোরাডো পার্টি থেকে তিনি জয়ী হয়েছেন৷ ৪৪ শতাংশের বেশি ভোট পেয়েছেন পেনা৷
পরাজিত প্রার্থী
৬০ বছর বয়সি এফরেইন আলেগ্রে মধ্য-বাম জোট কনসার্তাসিয়ন থেকে নির্বাচন করে ২৭.৫ শতাংশ ভোট পেয়েছেন৷ যদিও ভোট শুরুর আগে জরিপের ফলাফলে তিনি পেনার চেয়ে সামান্য এগিয়ে ছিলেন৷
একদলের শাসন
১৯৪৭ সাল থেকে প্রায় সবসময় দেশ পরিচালনা করছে কলোরাডো পার্টি৷ এর মধ্যে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটিতে একনায়কতন্ত্র চালু ছিল৷ পরে গণতন্ত্র শুরু হয়৷
তাইওয়ান শঙ্কা
প্যারাগুয়ে বিশ্বের মাত্র ১৩টি দেশের একটি যারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখে৷ পেনা জয় না পেলে সেই সম্পর্ক শেষ হওয়ার আশঙ্কা ছিল৷ কারণ, নির্বাচিত হলে বাণিজ্য বাড়াতে তাইওয়ান ছেড়ে চীনকে বেছে নেবেন বলে জানিয়েছিলেন পরাজিত প্রার্থী আলেগ্রে৷ জয়ী হওয়ার পর পেনা তাইওয়ানের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন৷ ২০১৬ সালের ছবিতে দুই দেশের শীর্ষনেতাকে দেখা যাচ্ছে৷
ইসরায়েলে দূতাবাস সরানোর অঙ্গীকার
ইসরায়েলে প্যারাগুয়ের দূতাবাস তেল আভিভ থেকে সরিয়ে জেরুসালেমে নেয়ারও অঙ্গীকার করেছেন পেনা৷ ২০১৮ সালে রাজধানী সরিয়েছিল প্যারাগুয়ে৷ তবে কয়েকমাস পরই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়৷ এতে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছিল৷ জেরুসালেমে দূতাবাস সরানোর বিষয়টি বিতর্কিত৷ কারণ পুরো জেরুসালেমকে নিজেদের রাজধানী মনে করে ইসরায়েল৷ আর ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী মনে করে৷
গর্ভপাত ও সমলিঙ্গের বিয়ে
প্যারাগুয়ে ক্যাথলিক প্রধান দেশ৷ নবনির্বাচিত প্রেসিডেন্ট পেনা গর্ভপাত ও সমলিঙ্গের বিয়ের ঘোরবিরোধী৷