তরুণ ভোটার টানতে অভিনব প্রয়াস
ইন্দোনেশিয়ায় ২৭ জুন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কয়েকটি ভোটকেন্দ্রে অভিনব পন্থা অবলম্বন করা হয়েছিল৷
‘জম্বি’ কর্মকর্তা
না, ভয়ের কিছু নেই৷ এঁরা নির্বাচন কর্মকর্তা! ভোট গ্রহণ নির্বিঘ্ন করা তাঁদের দায়িত্ব৷ ইন্দোনেশিয়ার মধ্য জাভার সেমারাং এলাকার একটি ভোটকেন্দ্রে ভোটাররা এমন কর্মকর্তার দেখা পেয়েছেন৷
হ্যালোইনের চরিত্র
এই ভোটকেন্দ্রটি একটি কবরস্থানের পাশে অবস্থিত৷ তাই বোধ হয় হ্যালোইনের মতো করে সাজানো হয়েছে৷ আর যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তাঁরা নিরাপত্তা প্রহরী৷ পরনে আছে জাভা এলাকার যোদ্ধাদের পোশাক৷
ইতিবাচক প্রতিক্রিয়া
জম্বিদের ভোটকেন্দ্র দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন দেশটির একজন নির্বাচন কমিশনার৷ ভোটারদের আকৃষ্ট করতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি৷
বিশ্বকাপের আমেজ
এটি পশ্চিম জাভার একটি ভোটকেন্দ্র৷ বিশ্বকাপের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ঐ প্রতিযোগিতায় অংশ নেয়া সব দেশের পতাকা দিয়ে ভোটকেন্দ্রটি সাজানো হয়েছিল৷ প্রায় ১৫২ মিলিয়ন ভোটার সেদিন ভোট দিয়েছেন৷ তাঁরা ১৭১ জন মেয়র, প্রাদেশিক গভর্নর ও অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করেছেন৷
ফোকলোরের দেখা
বান্দুং শহরের ভোটকেন্দ্র এটি৷ সেখানকার নির্বাচন কর্মকর্তারা লোক সাহিত্যের বিভিন্ন চরিত্র সেজে এসেছিলেন৷ তবে আশার কথা, তাঁরা ১০০১-এর চেয়ে বেশি ভোট গণনা করতে পেরেছেন!
নিয়ম ব্যাখ্যা
পশ্চিম জাভার এই নির্বাচন কর্মকর্তা একটি ব্যালট পেপার দেখিয়ে অন্য কর্মকর্তাদের ভোট গ্রহণের নিয়মাবলী বোঝাচ্ছেন৷