ঢাকায় মৃত্যুর সঙ্গে বসবাস করছে ৩০ লাখ মানুষ!
৩ জুন ২০১১শিরোনামে লিমন
ব়্যাবের গুলিতে বাম পা হারানো লিমনকে নিয়ে শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘প্রধানমন্ত্রীর ওপরে এমন কেউ আছেন যাঁদের জন্য খবর প্রত্যাহার হয়'৷ বাংলাদেশের সরকারি বার্তাসংস্থা বাসস বুধবার সন্ধ্যায় লিমনের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল৷ কিন্তু কয়েক ঘণ্টা পর আবার সেই সংবাদ প্রত্যাহার করে নেওয়া হয়৷ এই বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর এর মন্তব্য, ‘এ দেশে প্রধানমন্ত্রীর ওপরেও এমন কেউ আছেন, যাঁদের জন্য বাসসের খবর প্রত্যাহার করতে হয়৷' এই বিষয়ে একই দৈনিকের আরেক শিরোনাম, ‘ছাপা হয়নি তবুও খবর'৷ প্রবীণ সাংবাদিক এবিএম মূসা'র একটি সংবাদ বিশ্লেষণের শিরোনাম এটি৷ সেখানে বাসস এর বাতিল করা সংবাদটির গুরুত্ব সম্পর্কে লিখেছেন মূসা৷
মানবাধিকার কমিশন
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম লিখেছে, ‘লিমন ন্যায়বিচার পাবে, আশা অধ্যাপক মিজানের'৷ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, নিরীহ লিমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না'৷
বিএনপি'র হরতাল
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন৷ দৈনিক সমকাল এর শিরোনাম, ‘মুখোমুখি সরকার ও বিরোধী দল'৷ আগামী রবিবার হরতাল ডেকেছে বিএনপি৷ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশ আবারও সংঘাতের রাজনীতির পথে যাচ্ছে৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘হরতালে বাধা দিলে দায় সরকারের: বিএনপি'৷
নিমতলীর একবছর
দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘মৃত্যুর সঙ্গে বসবাস'৷ পুরনো ঢাকার নিমতলী'র অগ্নিকাণ্ডের এক বছর পূর্তি হল আজ৷ অথচ এখনো সেই এলাকায় অসংখ্য কেমিক্যাল কারখানা চালু রয়েছে৷ ফলে প্রায় ৩০ লাখ মানুষ কার্যত মৃত্যুর সঙ্গে বসবাস করছে৷ দৈনিক যুগান্তর লিখেছে, ‘পুরনো ঢাকা এখনো রয়েছে কেমিক্যাল দুর্ঘটনার ঝুঁকিতে'৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই