1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উচ্চশিক্ষা

রিয়াজুল ইসলাম১ জানুয়ারি ২০১৩

জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল একটি সেমিনার৷ এতে প্রবাসী বাংলাদেশিরা নানা তথ্য তুলে ধরেন৷ এই প্রবাসীদের অধিকাংশই জার্মানিতে পড়াশোনা শেষে সেদেশে কর্মরত রয়েছেন৷

https://p.dw.com/p/17BMA
Cover photo of Facebook group of Bangladesh Students and Alumni Association of Germany (BSAAG); Copyright: Adnan Sadeque
ছবি: Adnan Sadeque

আদনান সাদেক, বর্তমানে স্টুটগার্টে থাকেন এবং সেখানেই নিজের একটি সফটওয়্যার কোম্পানি চালু করেছেন৷ তিনি জানান, বেশ কিছু দিন আগে তাঁরা জার্মানির বাংলাদেশি ছাত্রছাত্রীদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ চালু করেন৷ কিছু দিনের মধ্যেই সেখানে প্রচুর সদস্য মেলে৷ বর্তমানে এই সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে যাঁদের মধ্যে বাংলাদেশে পড়ুয়া অনেক শিক্ষার্থী রয়েছেন৷ তাঁরা জার্মানির পড়াশোনা নিয়ে তাঁদের আগ্রহ তুলে ধরে সেই ফেসবুক গ্রুপে৷ মূলত এই পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে একটি সেমিনার করার পরিকল্পনা আসে মাথাতে, জানান আদনান সাদেক৷

BM/311212/INTERVIEW ADNAN SADIQUE - MP3-Mono

ড্রেসডেন ইউনিভার্সিটির সাবেক ছাত্র আদনান বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের সামনে কেবল প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরা, যাতে তাঁরা নিজেরাই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারে৷ একইসঙ্গে জার্মানিতে পড়াশোনার যে সম্ভাবনা রয়েছে তাও তুলে ধরতে চাই আমরা৷''

পহেলা জানুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রথমে ৫০০ জনের নাম নিবন্ধনের সুযোগ রাখা হলেও পরে ব্যাপক সাড়া পড়ায় অনুষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে, বলে জানিয়েছেন আদনান সাদেক৷ তিনি জানান, ব্যাপক সাড়ার কারণে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা টিএসসি'তে এই সেমিনার করার সিদ্ধান্ত নেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য