ডয়েচে বান ব্রিটিশ পরিবহন অপারেটর অ্যারিভা কিনছে
২২ এপ্রিল ২০১০জার্মানির জাতীয় রেল কোম্পানি ডয়চে বান ব্রিটিশ পরিবহন অপারেটর অ্যারিভা কেনার ব্যাপারে একমত হয়েছে৷ নগদ অর্থে কেনা হচ্ছে অ্যারিভা৷ এরজন্যে জার্মানিকে দিতে হচ্ছে ১.৮২৭ বিলিয়ন ইউরো (১.৫৮৫ বিলিয়ন পাউন্ড)৷
লন্ডন স্টক এক্সচেঞ্জ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডয়চে বান'এর পরিচালনা বোর্ড এবং ব্রিটিশ পরিবহন অপারেটর অ্যারিভা প্রস্তাবিত নগদ অর্থের ব্যাপারে চুক্তিতে পৌঁছানোর কথা আনন্দের সঙ্গে ঘোষণা করছে৷
শর্ত অনুযায়ী শেয়ারের অংশীদার অ্যারিভা তাদের প্রতিটি শেয়ারের জন্যে ৭৭৫ পেন্স করে পাবে৷ শীর্ষ ব্রিটিশ পরিবহন কোম্পানিগুলোর একটি হচ্ছে অ্যারিভা৷ ব্রিটেন সহ ইউরোপের ১২টি দেশে বাস এবং মেট্রো সার্ভিস চালাচ্ছে তারা৷ কর্মী সংখ্যা ৪০ হাজারের ওপরে৷
ডয়চে বানের প্রধান নির্বাহী রুডিগার গ্রুবে বৃহস্পতিবার বলেছেন, ইউরোপীয় পরিবহন বাজারকে ধীরে ধীরে উদার করে তোলা ডয়চে বানের কৌশলেরই অংশ৷ এবং অ্যারিভার সঙ্গে এই চুক্তির লক্ষ্যও সেটাই৷ কোম্পানির বিবৃতিতে গ্রুবে বলেন, ইউরোপে ডয়চে বানের কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করবে অ্যারিভার কর্মকান্ড৷ তিনি জানান, অ্যারিভা ডয়চে বান'কে ইউরোপে তার সম্প্রসারণের এক প্লাটফর্ম সরবরাহ করবে এবং ইউরোপের অন্যতম প্রধান যাত্রী পরিবহন গ্রুপ হিসেবে তার অবস্থান আরও বৃদ্ধি করবে৷
অ্যারিভার চেয়ারম্যান রিচার্ড ব্রডবেন্ট বলেন, কোম্পানীর যা মূল্য তা পুরোপুরি বিবেচনায় এনেই অধিগ্রহণের জন্য অর্থ দিচ্ছে ডয়চে বান৷
উল্লেখ্য, বিশ্বের ১৫০টি দেশে ডয়চে বান'এর কর্মতৎপরতা বিস্তৃত৷ কর্মী সংখ্যা ২ লাখ ৪০ হাজার৷ গত বছর তার আয়ের অঙ্ক ছিল ২৯.৩ বিলিয়ন ইউরো৷
প্রতিবেদক: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফাররুক