নেদারল্যান্ডস অচল করে দেয়ার হুমকি
৫ জুলাই ২০২২পরিবেশ নিয়ে সরকারের এক পরিকল্পনায়ে ক্ষুব্ধ নেদারল্যান্ডসের কৃষক ও খামারিরা৷ সোমবার ট্রাক্টর ও ট্রাক নিয়ে দেশটির সপারমার্কেটের খাদ্য সরবরাহ কেন্দ্র অবরোধ করেন তারা৷ কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কয়েকটি বন্দর অবরোধ করেছেন জেলেরাও৷
নেদারল্যান্ডসের সরকার ২০৩০ সালের মধ্যে নাইট্রোজেন ও অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ ৫০ শতাংশে নামিয়ে আনার এক প্রস্তাব তৈরি করেছে সম্প্রতি৷ এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় প্রাদেশিক সরকারগুলোকে তার উপায় বের করতে এক বছর সময় দেয়া হয়েছে৷ ধারণা করা হচ্ছে এর ফলে বড় আকারের অ্যামোনিয়া নিঃসরণকারী পশু খামারগুলো সরকার কিনে নিতে পারে৷
সংকট কতটা গভীর
বিশ্বে বায়ু দূষণের ক্ষেত্রে নাইট্রোজেন অক্সাইডের গুরুতর ভূমিকা আছে৷ বলা হয় গ্রিন হাউস গ্যাসের জন্য কার্বন ডাই অক্সাইডের চেয়েও বেশি দায়ী নাইট্রাস অক্সাইড৷ তবে ডাচ কৃষকরা বলছেন তারা অন্যায় আচরণের শিকার৷ সরকার মোটেও তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করছে না৷
পরিকল্পনা অনুযায়ী নির্মাণসহ অন্যান্য খাতগুলোকেও বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে৷ তবে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণকারী পশু খামারগুলোই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে নেদারল্যান্ডসের সরকার৷
প্রাকৃতিক সংরক্ষণ এলাকাগুলোর কাছে নাইট্রোজেন নির্গমন ৭০ শতাংশ কমিয়ে আনতে চায় সরকার৷ এর ফলে দেশটির ৩০ শতাংশ পশু খামার বন্ধ হয়ে যেতে পারে৷
আন্দোলন অব্যাহত থাকবে
কৃষকেরা তাদের দাবি না মানলে ‘গোটা দেশ অচল করে দেয়ার' হুমকি দিয়েছেন৷ তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন৷
এমন অবস্থায় পরিবেশ সংশ্লিষ্ট দপ্তর এবং কৃষকদের সংগঠনের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছে সরকার৷
যদিও প্রধানমন্ত্রী মার্ক রুটে এই বিষয়ে কড়া অবস্থানই নিয়ে রেখেছেন৷ কট্টর বিক্ষোভের জন্য দায়ী কৃষকদের সঙ্গে কোনো আলোচনা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷
২০১৯ সালের একটি ছবিঘর দেখুন:
এফএস/কেএম (এপি, ডিপিএ)