ট্রাম্প-কিম বৈঠককে স্বাগত জানাচ্ছে ভিয়েতনাম
ভিয়েতনামের উদ্যোক্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম জং-উনের মধ্যকার বৈঠককে ঘিরে নানা আয়োজন করেছে৷ এখানে থাকছে তাদের সেসব আয়োজনের কিছু ছবি৷
‘ডার্টি ডোনাল্ড’ এবং ‘কিম জং ইয়াম’
ডার্টি বার্ড রেস্তোরাঁয় ট্রাম্প এবং কিম-থেকে অনুপ্রাণিত বার্গার বিক্রি করা হচ্ছে৷ রেস্তোরাঁটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান পাচক কলিন ক্যালি জানান, ‘ডার্টি ডোনাল্ড’ বার্গার তৈরি করা হয়েছে দুই স্তরে গরুর মাংস এবং শুকরের মাংস দিয়ে৷ অন্যদিকে, ‘কিম জং ইয়াম’ বার্গারে রয়েছে ধুমায়িত শুকরের পেটের দিকের মাংস৷
‘রক ইট, ম্যান’
ট্রাম্প এবং কিম বার্গার যদি একান্ত পছন্দ না হয়, তাহলে এই সামিট থেকে অনুপ্রাণিত ককটেলের স্বাদ নিতে পারেন৷ হ্যানয়ের এক বারে ‘রক ইট, ম্যান’ ককটেল প্রস্তুত করছেন এক বারটেন্ডার৷ মূলত উত্তর কোরিয়ার এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর কিমকে ‘লিটল রকেট ম্যান’ আখ্যা দিয়ে এক টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সেই টুইট থেকেই এই ককটেলের ধারণা পেয়েছেন বারের মালিক৷
প্রেসিডেন্টের চুলের ছাঁট
হ্যানয়ের এক সেলুনে ট্রাম্প এবং কিম-এর চুলের ছাঁটের আদলে চুল কাটতে হাজির হচ্ছেন অনেকে৷ তবে এই দু’জনের মধ্যে কিমের হেয়ার স্টাইলই অপেক্ষাকৃত বেশি মানুষ বেছে নিচ্ছেন৷
আছে টি-শার্টও
বার্গার কিংবা ককটেলতো স্বল্পমেয়াদি, কিন্তু কেউ যদি দীর্ঘমেয়াদে ট্রাম্প এবং কিমের কথা মনে রাখতে চান, তাহলে কিনতে পারেন এসব টি-শার্ট৷ তাঁদের দু’জনের ছবিসহ নানা রকমের টি-শার্ট রাস্তার পাশের অনেক ছোট ছোট দোকানেও এখন পাওয়া যাচ্ছে৷
ট্রাম্প-কিম সামিট ট্যুর
পর্যটকদের আকৃষ্ট করতে ইয়াং পাইওনিয়ার ট্যুরস নামের এক প্রতিষ্ঠান ‘ট্রাম্প-কিম ভিয়েতনাম সামিট ট্যুর’-এর আয়োজন করেছে৷ বৈঠক চলাকালে সেখানকার ভেতরের নানা তথ্য সাংবাদিক এবং নিজেদের সূত্রের মাধ্যমে সংগ্রহ করে পর্যটকদের জানাতে চায় প্রতিষ্ঠানটি৷