ট্রাম্পের বাড়িতে এফবিআই, তীব্র প্রতিবাদে সমর্থকেরা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি তার ফ্লোরিডার পাম বিচের বাড়িতে অঘোষিত তল্লাশি চালায় এফবিআই৷ এরপরই ট্রাম্পের সমর্থকেরা তার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন। বিস্তারিত দেখুন ছবিঘরে
উড়িয়ে ধ্বজা
ট্রাম্পের মার-আ-লাগোর বাড়ির সামনে পতাকা উড়িয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। তাদের দাবি, ট্রাম্পকে ইচ্ছা করে হয়রানি করা হয়েছে।
জগৎসভায় শ্রেষ্ঠ!
এক সমর্থকের হাতে পোস্টার এবং পতাকা। তাতে এফবিআইকে কটাক্ষ করে লেখা ট্রাম্পই জয়ী হয়েছিলেন। আবার অ্যামেরিকাকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারেন ট্রাম্পই।
গাড়িতে পতাকা
মেয়াদ শেষের পরে ফ্লোরিডার বাড়িতে হোয়াইট হাউসের প্রচুর গোপন সরকারি নথি নিয়ে আসেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ৷ এদিকে ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এফবিআই তল্লাশির প্রতিবাদে গাড়িতে করে ট্রাম্পের বাড়ির সামনে এসেছেন সমর্থকেরা। সেই গাড়িতে থাকা পোস্টারেও ২০২৪-এ ট্রাম্প, আমাকে মিস করছেন বলে ট্রাম্পের ছবি দেয়া পোস্টারও দেখা গিয়েছে।
রিপাবলিকানদের ভোট দিন
রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এফবিআইয়ের এই তল্লাশিতে ট্রাম্পের প্রতি সহানুভূতি বেড়ে গিয়েছে সমর্থকদের। ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের সামনেও পোস্টার হাতে দেখা গিয়েছে এক সমর্থককে। পরবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দিয়ে অ্যামেরিকাকে বাঁচান, এমন স্লোগান লেখা রয়েছে পোস্টারে।
এফবিআইকে কটাক্ষ
এফবিআই দুর্নীতিগ্রস্ত, পাল্টা অভিযোগ করেছেন ট্রাম্পের সমর্থকরা। প্রিয় নেতার বাড়িতে এ জাতীয় তল্লাশি তাদের মোটেও পছন্দ হয়নি। তারা ভাবতেই পারেন না ট্রাম্প কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন।
মোতায়েন পুলিশ
ট্রাম্পের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। এফবিআই সদস্যদের তল্লাশির পর ট্রাম্পের সমর্থকেরা যাতে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন, সেদিকে নজর রেখেছে পুলিশ।
লক্ষ্য ২০২৪
ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই এই সব করা হয়েছে। ট্রাম্পের বাড়িতে এফবিআই তল্লাশির প্রতিবাদে সাবেক প্রেসিডেন্টের সমর্থকেরা জড়ো হয়েছিলেন ট্রাম্প টাওয়ারের সামনে। প্রেসিডেন্ট পদে তাকে দেখতে চান, সমর্থকেরা এমন দাবি জানিয়েছেন।
দিনভর প্রতিবাদ
ক্যাপিটলে তার সমর্থকদের উসকানি দেয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। তার মাঝেই অ্যামেরিকাজুড়ে ট্রাম্পের প্রতি সমর্থন বাড়ছে। ট্রাম্প ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের আরো উন্নতি হবে এমনটাই মনে করে রাতজুড়ে প্রতিবাদ করেন সমর্থকেরা।
অগাধ আস্থা
ট্রাম্পের এক উপদেষ্টা সূত্রে খবর, ফেডারেল এজেন্টরা অভিযান চালিয়েছে জরুরি নথির সন্ধানেই। এর অনেকগুলি ট্রাম্প ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ। ট্রাম্প বলছেন, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সমর্থকেরা কিন্তু ট্রাম্পের উপরই আস্থা রাখছেন। ট্রাম্পকে বিশ্বাস করেন তারা, এমন একাধিক পোস্টার সমর্থকদের হাতে দেখা গিয়েছে।
সেলফিও রয়েছে
ট্রাম্পের সমর্থনে তার বাড়ির সামনে রীতিমতো ভিড় করেছেন সমর্থকেরা। হাতে মার্কিন মুলুকের পতাকা, বুকের মধ্যে আঁকড়ে রাখা ট্রাম্পের খবর সংক্রান্ত সংবাদপত্র নিয়ে এক সমর্থককে ছবি তুলতেও দেখা গিয়েছে।