টেসলার বিরুদ্ধে মামলা
২১ জুন ২০২২গত রোববার টেক্সাসের আদালতে মামলাটি করা সাবেক দুই কর্মী জানিয়েছেন নেভাদায় গিগাফ্যাক্টরি থেকে জুনে তাদেরকে চাকরিচ্যুত করা হয়৷ মামলায় বলা হয়েছে, কারখানাটি থেকে ৫০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে৷ তাদের অভিযোগ, আইন অনুযায়ী ছাঁটাইয়ের ৬০দিন আগে তা জানানোর বাধ্যবাধকতা থাকলেও সেটি মানেনি টেসলা৷ বরং হঠাৎ করেই চাকরিচ্যুতির নোটিশ দিয়ে তা অবিলম্বে কার্যকরের কথা জানায় প্রতিষ্ঠানটি৷
গত মে ও জুনে যুক্তরাষ্ট্রে বিনা নোটিশে ছাঁটাই হওয়া সব কর্মীর হয়ে প্রতিকার চেয়েছেন৷ এদিকে কতজনকে ছাঁটাই করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেনি এখনও টেসলা৷ মামলা নিয়েও কোন প্রতিক্রিয়া জানানোর অনুরোধেও প্রতিষ্ঠানটি কোন সাড়া দেয়নি বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স৷
টেসলার মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক চলতি মাসেই ব্যবসা নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন বলে এক ইমেইলের বরাতে জানিয়েছে রয়টার্স৷ টেসলার কর্মী পরিচয় দেয়া ২০ জনেরও বেশি ব্যক্তি বার্তা সংস্থাটিকে তাদেরকে ছাঁটাই করা বা নোটিশ দেয়ার কথা জানিয়েছেন৷
এফএস/কেএম (রয়টার্স)