টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন
১৭ অক্টোবর ২০০৮তার সাথে জুড়ে দেয়া হয় রয়্যাল টেকনিক্যাল কলেজ অফ বার্লিনকে৷ ১৯৪৬ সালে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় বিশ্ববিদ্যালয়টি নতুন একটি নামে৷ টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন বা টি ইউ বার্লিন৷
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ৩০ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রী৷ তাদের মধ্যে ২০ শতাংশই হচ্ছে বিদেশী ছাত্র-ছাত্রী৷ সবমিলে আছে চারশরও বেশী অধ্যাপক৷ প্রশাসন, ওয়ার্কশপ এবং গবেষণাগারগুলোতে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে আড়াই হাজারেরও বেশী মানুষ৷
এই বিশ্ববিদ্যালয়ে আছে আটটি অনুষদ এবং এই অনুষদগুলোর অধীনে আছে ৫০ টি বিভিন্ন ধরনের কোর্স৷ সেগুলোর মধ্যে আছে প্রকৌশল, বিজ্ঞান ভিত্তিক বিষয়, অর্থনীতি, ব্যবসা এবং ব্যবস্হাপনা, মানবিক এবং সমাজ বিজ্ঞান বিভাগ৷ কিন্তু প্রকৌশল এবং বিজ্ঞান ভিত্তিক বিষয়ের জন্য এই বিশ্ববিদ্যালয়টি বিশেষ পরিচিতি লাভ করেছে৷
বার্লিনের একেবারে কেন্দ্রস্থলে অর্থাত্ হার্ট অফ বার্লিনে অবস্হিত টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন৷
মানবিক অনুষদের অধীনে রয়েছে ইতিহাস, দর্শন, ফরাসী ভাষায় পড়াশোনার মত বিষয়গুলো৷ মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে এই অনুষদটি৷ এছাড়াও আছে মিডিয়া উপদেস্টার মত বিষয় যেখানে ক্যারিয়ার গড়ার ওপর জোর দেয়া হয়৷
গণিত এবং সাধারণ বিজ্ঞান অনুষদে গণিত রাজ্যের বিভিন্ন দিক যেমন জিওমেট্ট্রি, এলগরিমিথ ম্যাথমেটিক্স, স্টোখাস্টিক্স এবং ম্যাথম্যাটিক্যাল ফিজিক্স অন্যতম বিষয়৷ এই অনুষদটি মুলত গবেষণামূলক৷ এই বিষয়গুলোতে ডিপ্লোমা অর্জন করা যায়৷ এছাড়াও আনুষাঙ্গিক আরো একটি কোর্স আছে যার নাম ইঞ্জিনিয়ারিং এন্ড বিজনেস ম্যাথ৷ রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগ দুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ পদার্থবিজ্ঞান বিভাগে শেখানো হয় রঞ্জন রশ্মির আধুনিক ব্যবহার৷ শেখানো হয় ইলেকট্রনিক্স এবং অপটিক্সের মিশ্রনের ফলে ফটোনিক্সের সর্বাধুনিক ব্যবহার৷
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সাইন্স অনুষদে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এর ওপর মাস্টার্স করার সুযোগ আছে৷ অন্য আরেকটি বিষয়ে এই অনুষদটি সফলতা অর্জন করেছে আর তা হল কম্পিউটার চিপস্ তৈরী৷
রয়েছে স্হাপত্য কলা অনুষদ৷ এই অনুষদে স্হাপত্য কলা, ভূমি পরিকল্পনা, নগরায়নের ক্ষেত্রে সুষম নগরের পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করা যায়৷ বর্তমানে জার্মান চ্যান্সেলরের অফিসটির স্হাপত্যের দায়িত্বে ছিল টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনের কয়েকজন স্নাতক ছাত্র-ছাত্রী এবং তাদের অধ্যাপক৷
শুধু তাই নয় তৃতীয় বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোতে নগরায়ন এবং নগর পরিকল্পনার পরীক্ষামূলক গবেষণার কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে এই বিশ্ববিদ্যালয়টি৷ বর্তমানে স্হাপত্য কলা অনুষদটি কাজ করছে মেক্সিকো সিটির নগর পরিকল্পনার ওপর৷
এছাড়া আরো অনেক অনুষদ রয়েছে এই ইউনিভার্সিটিতে যা আগ্রহ জাগাতে পারে আপনাদের মনে৷
টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন বছরে দুবার আবেদন পত্র গ্রহণ করে থাকে৷ শীতকালীন সেমিস্টারের জন্য আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুলাই এবং গ্রীষ্মকালীন সেমিস্টারের জন্য ১৫ই জানুয়ারী৷
আমাদের রয়েছে ভবিষ্যতের মেধাশক্তি৷ এই স্লোগান নিয়ে বেশ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন৷
টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনের ঠিকানা:
TU Berlin
Public Relations and Public Information Office
Strasse des 17. Juni 135
D- 10623
Berlin
Tel : 0049 30 314 22 919 or 23922
Fax : 0049 30 314 23 909
বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য আন্তর্জাতিন ভর্তি অফিসের ই-মেইল এড্রেস: international.admission@tu- berlin.de৷ টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনে পড়াশোনার জন্য প্রয়োজনীয় তথ্য এই অফিস থেকে আপনারা জেনে নিতে পারবেন৷