1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান

২৮ মে ২০২৩

তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কেমাল কিলিচদারোলুকে পরাজিত করে ক্ষমতা নিশ্চিত করেন একেএ পার্টির এর্দোয়ান৷

https://p.dw.com/p/4RvC4
Türkei Stichwahl l Präsident Erdogan spricht zu seinen Anhängern, Istanbul
ভোটের প্রাথমিক ফল আসার পর ইস্তাম্বুলে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ছবি: Murad Sezer/REUTERS

এর ফলে গত দুই দশক ধরে তুরস্কের ক্ষমতার কেন্দ্রে থাকা এর্দোয়ান প্রেসিডেন্ট হিসেবে আবারো পাঁচ বছরের জন্য দেশটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন৷

শতকরা ৯৭ ভাগ ভোট গণনা শেষে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলো এজেন্সির খবরে বলা হয়, নির্বাচনে ৫২দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ আর প্রধান বিরোধী জোটের নেতা কেমাল কিলিচদারোলু পেয়েছেন ৪৭ দশমিক নয় শতাংশ ভোট৷ 

প্রায় ছয় কোটি ভোটারের ৮৫ দশমিক ৫৫ শতাংশ ভোটার দ্বিতীয় দফায় ভোট দেন৷    

একই তথ্য দিয়েছে বেসরকারি সংবাদমাধ্যম এএনকেএ৷ বিরোধী দলের সাথে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি তথ্য অনুযায়ী এর্দোয়ান ৫২ দশমিক এক এবং কিলিচদারোলু পেয়েছেন ৪৭ দশমিক নয় শতাংশ ভোট৷ এতে এরদোয়ান বেসরকারি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন৷
 
প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন৷ ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ৪৯ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ের কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান৷ এরপরই ছিলেন কিলিচদারোলু৷ তার ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ৷  
  
ভোটের ফল আসার পর নিজের শহর ইস্তাম্বুলে এক ভাষণে এর্দোয়ান বলেন, ‘‘ আমরা আগামি পাঁচ বছর দেশ পরিচালনা করব৷ সৃষ্টিকর্তা চাইলে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব৷’’ 

আরআর/এফএস (এএফপি, ডিপিএ)