টাইগারদের চাপমুক্ত থেকে খেলতে পরামর্শ দিলেন হাসিনা
১৭ ফেব্রুয়ারি ২০১১টাইগারদের পরামর্শ দিলেন হাসিনা
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের বিশ্বকাপে চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বুধবার সন্ধ্যায় খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দেখা করতে গেলে এ কথা বলেন হাসিনা৷ প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ভালবাসা তোমাদের সঙ্গে রয়েছে৷ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন এবং আটটি খেলা বাংলাদেশে হওয়ার বিষয়টি দেশের জন্য সম্মান ও গর্বের বিষয় বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেন, "আজ প্রমাণিত হয়েছে, আমাদের যোগ্যতার বলেই আমরা ওয়ানডে ও টেস্ট মর্যাদা পেয়েছি৷"
বিদ্যুৎ সংকট ভোগাবে বিশ্বকাপকে
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বসছে ১৬ কোটি লোকের দেশে৷ ঢাকার মিরপুরে যে স্টেডিয়ামে বাংলাদেশ দলের বেশির ভাগ খেলা হবে, তার ধারণ ক্ষমতা মাত্র ২৫ হাজার৷ ফলে খেলা দেখার জন্য টেলিভিশনের পর্দায়ই চোখ রাখতে হবে অধিকাংশ বাংলাদেশির৷ কিন্তু তাতেও যে খেলা দেখা পুরোপুরি যাবে, সে ভরসা পাওয়া যাচ্ছে না৷ কারণ বিদ্যুৎ সঙ্কট৷ বর্তমানে দেশে দৈনিক সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের গড় উৎপাদন প্রায় ৪ হাজার মেগাওয়াট৷ সেই হিসেবে প্রতিদিন দেড় হাজার মেগাওয়াট ঘাটতি থাকছে৷
সংসদীয় কমটির ডাকে সাড়া না দিলে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদীয় কমিটির ডাকে কেউ সাড়া না দিলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিধান রেখে সরকার আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত৷ বলেছেন, সংসদের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে আনতে জাতীয় সংসদে নতুন আইন পাস করা হবে৷
এরআগে মঙ্গলবার জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতিদের নিয়ে এক বৈঠক করেন সুরঞ্জিত৷ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই উদ্দেশে সংবিধানের ৯৬ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে৷
ইকনমিক জোন গড়ার কথা বললেন মুর্শেদী
শিল্পপল্লি বা ইকোনমিক জোন গঠন করে ঢাকা থেকে সব কারখানা স্থানান্তরের পরামর্শ দিয়েছেন বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী৷ আর এক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সম্ভাব্য স্থান হতে পারে বলে মনে করেন তিনি৷ বুধবার বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷ সালাম মুর্শেদী বলেন, গ্যাস, বিদ্যুত ও অবকাঠামো সুবিধাসহ শিল্পপল্লি বা ইকোনমিক জোন গঠন করে ঢাকা থেকে সব কারখানা স্থানান্তর সম্ভব৷ এতে রাজধানীর ওপর চাপ কমবে৷
সংকলন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: জান্নাতুল ফিরদৌস