জেলেনস্কির নিজের শহরে রাশিয়ার হামলা
১৪ জুন ২০২৩মঙ্গলবার সকাল থেকে ইউক্রেনের একাধিক অঞ্চলে লাগাতার মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। জেলেনস্কির ছোটবেলার শহর ক্রিভি রিহে একের পর এক মিসাইল ছোঁড়া হয়। ইউক্রেনের প্রশাসনের দাবি, কয়েকটি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের সাহাযতায় ধ্বংস করা গেলেও সব মিসাইল আটকানো যায়নি। ক্রিভি রিহের একটি বাড়িতে এসে পড়ে একটি মিসাইল। বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেখানেই ১১ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে এখনো একজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, রাশিয়ার জঙ্গি সেনা ফের ইউক্রেনের বেসামরিক ভবনে হামলা চালিয়েছে। সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্টের অন্যতম পরামর্শদাতা মিখাইলো পদলিয়াক লিখেছেন, প্রতিদিন এভাবেই বেসামরিক অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গোটা বিশ্বের এবার একটি সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। তাদের ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। মিখাইলোর কথায়, ''ভূরাজনীতি, আলোচনা, শান্তিপ্রস্তাব এই শব্দগুলি কয়েক হাজার কিলোমিটার দূরে বসে বলা যায়। কিন্তু ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে বলা যায় না। ইউক্রেনকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই যুদ্ধে নেমেছে রাশিয়া।''
জাতিসংঘে ইউক্রেনের প্রতিনিধিও বলেছেন, যেভাবে রাশিয়া আক্রমণ চালাচ্ছে তা অন্যায়। সকলের এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়া উচিত। আন্তর্জাতিক আইনে স্পষ্ট বলা হয়েছে, যুদ্ধ হলেও কখনো বেসামরিক অঞ্চলে আক্রমণ চালানো যাবে না।
উত্তর পূর্বের খারকিভ শহরেও আক্রমণ চালিয়েছে রাশিয়া। সেখানে ড্রোনের সাহায্যে আক্রমণ চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
কিয়েভেও একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর সূত্রে জানানো হয়েছে। তবে প্রতিটি রকেটই ধ্বংস করা সম্ভব হয়েছে।
ইউক্রেনের এই অভিযোগ নিয়ে রাশিয়া অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি। কেন তারা বার বার বেসামরিক পরিকাঠামোকে টার্গেট করছে, সে বিষয়েও কোনো মন্তব্য করা হয়নি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)