জেরুসালেমে ইসরায়েল সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ
নতুন নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সোমবার জেরুসালেমের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।
নতুন নির্বাচনের দাবি
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নেন। অনেকের হাতে ছিল সরকারি নীতির সমালোচনা করে ব্যানার বা প্ল্যাকার্ড। গত কয়েক সপ্তাহ ধরেই নিয়মিত আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।
নেতানিয়াহুর বাসার সামনে বিক্ষোভ
সোমবারের বিক্ষোভকারীদের কেউ কেউ আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের এলাকায় চলে যান। এক পর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে তারা বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। বিক্ষোভ থেকে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুদ্ধকালীন ঐক্যের সরকারের পতন
এক সপ্তাহ আগে যুদ্ধকালীন ঐক্য সরকার থেকে দুই মন্ত্রী সাবেক জেনারেল বেনি গান্টৎস এবং গাডি আইজেনকোট পদত্যাগ করার পর তিন সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভাও ভেঙে গিয়েছেন নেতানিয়াহু। সরকার টিকিয়ে রাখতে নেতানিয়াহুকে এখন নির্ভর করতে হবে আলট্রা অর্থোডক্স এবং কট্টর ডানপন্থি দলগুলোর সমর্থনের ওপর।
গাজা পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, ত্রাণকর্মীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে গাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক তথ্যে সংস্থাটি জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত সংস্থাটির অন্তত ১৯৩ জন কর্মী প্রাণ হারিয়েছেন।
লেবানন-ইসরায়েল যুদ্ধের শঙ্কা বাড়ছে
লেবাননের সঙ্গে ইসরায়েলের সংঘাতের ঘটনা বেড়ে চলেছে। সীমান্তের প্রায় দেড় লাখ মানুষ পালটাপালটি রকেট হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়েছেন। সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে হেজবোল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনী।