মাথার খুলি খুঁজে পেল স্কুল শিক্ষার্থীরা
২৬ মে ২০১৭রাইন নদীর তীরে এক ব্যক্তির মস্তকবিহীন দেহের অংশবিশেষ পাওয়া গিয়েছিল৷
ক্লাস থেকে ভ্রমণে যাওয়া একদল স্কুল শিক্ষার্থী জঙ্গলের মধ্যে হাঁটার সময় মাথার খুলিটি এবং কিছু হারগোরের সন্ধান পান৷ বুধবার পুলিশ জানিয়েছে এই তথ্য৷ কোলনের ফোগেলসাং পার্কে খুলিটির সন্ধান পায় তারা৷ তদন্তকারীরা জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’কে এই বিষয়ে জানিয়েছেন যে, ‘‘দেহাবশেষ মাটির নীচে চাপা দেয়া ছিল না, বরং লতাপাতা দিয়ে ঢাকা ছিল৷’’
পুলিশ ইতোমধ্যে মাথার খুলির ডিএনএ পরীক্ষা করেছে এবং গত বছর রাইন নদীর তীরে পাওয়া মস্তকবিহীন দেহের সঙ্গে এটির মিল রয়েছে বলে জানিয়েছে৷ সেই দেহের সন্ধানও পেয়েছিল একদল তরুণ৷ একটি প্লাস্টিক ব্যাগ দেখে আগ্রহী হয়ে খোলার পর সেটির মধ্যে হাত-পা ছাড়া মস্তকবিহীন দেহটি দেখেছিল তারা৷
সেই সময় পুলিশ শুধুমাত্র নিহত ব্যক্তির বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং পাতলা গড়নের বলে জানাতে পেরেছিল৷ এখন খুলি খুঁজে পাওয়ায় মরদেহটি শনাক্ত করা কিছুটা সহজ হবে বলে মনে করছে পুলিশ৷ তবে তার ডিএনএ'র সঙ্গে পুলিশের ডাটাবেজে থাকা কোনো ডিএনএ নমুনার মিল খুঁজে পাওয়া যায়নি৷
শিক্ষার্থীদের আবিষ্কারের পর তদন্তকারীরা ফোগেলসাং জঙ্গলটিতে অনুসন্ধান চালিয়েছে, তবে আর কোনো দেহাবশেষ পায়নি৷
এদিকে, দুই জায়গা থেকে মরদেহের অংশবিশেষ উদ্ধার হলেও এখনো সেটা সম্পূর্ণ নয় বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ কঙ্কাল গড়তে গিয়ে দেখা যাচ্ছে, দেহের কিছু অংশ এখনো পাওয়া যায়নি৷ ফলে নিহত ব্যক্তি সম্পর্কে পুরোপুরি ধারণা এখনো পাওয়া যাচ্ছে না৷
প্রসঙ্গত, যে স্থানে মাথার খুলি পাওয়া গেছে, সেটি সাধারণত হাঁটার রাস্তা থেকে সরাসরি দেখা যায় না৷ তবে সেখানে একটি পচে যাওয়া ম্যাট্রেস, বিছানাপত্র এবং খালি স্পোর্টস ব্যাগ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হয়, সেখানে কেউ একজন থেকেছিল৷ সেটি কোনো হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার জায়গা কিনা তা-ও তদন্ত করে দেখছে পুলিশ৷
আলিস্টেয়ার ওয়েলস, কার্লা ব্লাইকার/এআই