1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির এলিট ফোর্সের বিরুদ্ধে তদন্ত চলছে

১০ সেপ্টেম্বর ২০১৯

জার্মানির সামরিক বাহিনীর এলিট ইউনিট ‘কমান্ডো স্পেৎসিয়ালক্র্যাফ্টে' বা কেএসকে-র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷ এই ইউনিটের অনেক সদস্যের বিরুদ্ধে উগ্র ডানপন্থি মতাদর্শের প্রতি সমর্থন থাকার অভিযোগ উঠেছে৷

https://p.dw.com/p/3PLdU
Symbolbild KSK Bundeswehr
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska

জার্মানির সামরিক গোয়েন্দা সংস্থা ‘মিলিটারি কাউন্টারইন্টেলিজেন্স সার্ভিস' বা এমএডি এই তদন্ত করছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে৷

এর আগে জার্মানির সামরিক বাহিনীর মধ্যে থাকা উগ্র ডানপন্থি মতাদর্শের সমর্থনকারী সৈন্যদের বিরুদ্ধে তদন্ত হয়েছে৷ তবে এই প্রথম এলিট ইউনিট কেএসকে-র কমান্ডোদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে৷

কেএসকে-র সদস্য সংখ্যা প্রায় ১,১০০৷ বলকান ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন অভিযান পরিচালনায় প্রায়ই এই ইউনিটের সহায়তা নিয়ে থাকে ন্যাটো ও যুক্তরাষ্ট্র৷

বিভিন্ন নিরাপত্তা সূত্র স্পিগেল ম্যাগাজিনকে জানিয়েছেন, কেএসকে-তে উগ্র-ডানপন্থি মতবাদের সমর্থনকারী সৈন্যের সংখ্যা ‘অনেক বেশি'৷

জার্মানির উপ-প্রতিরক্ষামন্ত্রী গেয়ার্ড হুফে সংসদীয় এক কমিটিকে বলেছেন, কেএসকে ইউনিটে চরমপন্থার সংখ্যা ক্রমেই বাড়ছে৷

বাভারিয়া রাজ্যে অবস্থিত কেএসকে ইউনিটের ফ্রানৎস-ইওসেফ-স্ট্রাউস ক্যাম্পে সমস্যা বেশি বলে জানিয়েছে ‘রিডাকসিউনসনেৎসভ্যার্ক ডয়েচলান্ড'৷ নব্বই দশকের একটি ঘটনার জন্য ক্যাম্পটি বেশ পরিচিত৷ সেই সময় ক্যাম্পের সৈন্যরা হিটলারের জন্মদিন পালন ও নাৎসি পার্টির সংগীত গাইতে গিয়ে এমএডির গোয়েন্দাদের হাতে ধরা পড়েছিলেন৷

কেএসকে ইউনিটের যে সদস্যদের সঙ্গে জার্মান সেনাবাহিনীর সদস্য ফ্রাঙ্কো এ.-র সম্পর্ক রয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ফ্রাঙ্কো এ. ২০১৭ সালে ভিয়েনা বিমানবন্দরে নিজের লুকিয়ে রাখা অস্ত্র বের করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন৷ পরে তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও ব্যক্তিদের মধ্যে যাঁরা ‘শরণার্থীবান্ধব' তাঁদের উপর হামলা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল৷

এলিজাবেথ শুমাখার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য