1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির স্কুলে শিক্ষক সংকট

১ ফেব্রুয়ারি ২০১৮

২০২৫ সাল নাগাদ জার্মানিতে শিক্ষকের সংকট প্রকট আকার ধারণ করবে৷ ক্যারিয়ার পরিবর্তনকারীরা বা অন্য শিক্ষাগত যোগ্যতার মানুষরা শিক্ষকের ঘাটতি পূরণের চেষ্টা করছে, তাসত্ত্বেও অনেক জায়গা খালি থাকবে৷ এক গবেষণায় জানা গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/2rtfD
Grundschule
ছবি: picture-alliance/dpa/P. Pleul

জার্মানি দক্ষতা এবং সঠিকতার জন্য বিশেষভাবে পরিচিত৷ আর পরিচিত একটি ভালো স্কুল সিস্টেমের জন্য, যা বুদ্ধিমান, যোগ্য এবং সুশিক্ষিত শিক্ষার্থী তৈরি করতে পারে৷ তবে সাম্প্রতিক এক গবেষণা জার্মানির স্কুল সিস্টেম সম্পর্কে অশনিসংকেত দিচ্ছে৷

ব্রেটেলসমান স্টিফটুংয়ের এক গবেষণা জানিয়েছে,  জার্মানিতে প্রাথমিক স্কুলের জন্য ৩৫,০০০ শিক্ষকের ঘাটতি রয়েছে৷ ২০২৫ সাল নাগাদ ১০৫,০০০ নতুন প্রাথমিক স্কুলের শিক্ষকের প্রয়োজন হবে৷ অথচ সেই সময়ে এই পদগুলো পূরণের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা হবে ৭০,০০০৷

জার্মানির শিক্ষক ইউনিয়ন জিইডাব্লিউ-র প্রধান ইলকা হফমান এই বিষয়ে বলেন, ‘‘এরকম এক উল্লেখযোগ্য ঘাটতি উঠতি বয়সি শিক্ষার্থীদের অর্জনে প্রভাব ফেলবে৷ এই বিপর্যয় গত কয়েকবছর ধরে তৈরি হচ্ছিলো, এখন সেটা আমাদের আঘাত করছে৷'' 

Infografik Fehlende Grundschullehrer in Deutschland ENG

শিক্ষকদের ঘাটতি তৈরির কারণ কী?

শিক্ষকদের এই বড় ঘাটতির পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে বলে জানিয়েছেন ব্রেটেলসমানের গবেষকরা৷ একটি কারণ হচ্ছে, আগামী সাত বছরে অনেক শিক্ষক অবসরে যাবেন৷ ফলে তাঁদের পদগুলোতে নতুন নিয়োগ দিতে হবে৷ পাশাপাশি গত কয়েক বছরে জার্মানিতে সন্তান জন্মহার বেড়ে গেছে৷ এ কারণে স্কুলগুলোতেও বাড়তি শিক্ষকের প্রয়োজন দেখা দিয়েছে৷

মোটের উপর, জার্মানির স্কুল সিস্টেমে একটি পরিবর্তন এসেছে, যার ফলে শিক্ষার্থীরা চাইলে এখন সারাদিন স্কুলে কাটাতে পারে৷ অর্থাৎ দুপুর বারোটা বা একটা নাগাদ ক্লাস শেষে বাড়ি রওয়ানা হওয়ার বদলে চাইলে তারা ক্লাসে আরো বেশি সময় থাকতে পারে৷ এই বাড়তি সময়ের জন্য প্রয়োজনীয় শিক্ষকেরও ঘাটতি রয়েছে৷

Ilka Hoffmann, GEW Vorstand
জার্মানির শিক্ষক ইউনিয়নের প্রধান ইলকা হফমানছবি: GEW/Foto: Kay Herschelmann

এই ঘাটতি কাটানোর একটি উপায় হচ্ছে, অন্য বিষয়ে বিশ্ববিদ্যালয় শেষ করা স্নাতকদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া৷ কিছু স্কুল ইতোমধ্যে এমন মানুষদের শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে বটে, তবে সেটাও সংখ্যায় বেশ সীমিত৷ আর অন্য পেশার বা শিক্ষায় শিক্ষিতদের স্কুল শিক্ষক হিসেবে কাজ করাটাও সহজ ব্যাপার নয়৷  

তবে বাচ্চাদের শেখানো সহজ কাজ নয়

ইলকা হফমান মনে করেন, অন্য পেশা থেকে  শিক্ষকতায় আসতে আগ্রহীদের জন্য নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির প্রয়োজন আছে৷ তিনি বলেন, ‘‘ক্যারিয়ার পরিবর্তনকারীদের শিশুদের বেড়ে ওঠার সময়কার মানসিকতা সম্পর্কে জানতে হবে৷ ক্লাসরুমে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের মোকাবিলার জন্য তাঁদের প্রস্তুত হতে হবে৷ ক্লাসের সবচেয়ে ‘দুর্বল' এবং সবচেয়ে ‘সবল' শিক্ষার্থীর মধ্যে দুই থেকে চার বছরের ব্যবধান থাকতে পারে৷''

ক্যারিয়ার পরিবর্তন করে শিক্ষকতা পেশায় আগতরাও স্বীকার করেছেন যে, কাজটি সহজ নয়৷ এজন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে৷ আর বিশেষজ্ঞরাও মনে করেন, আপাতত ঘাটতি কিছুটা মোকাবিলায় অন্য পেশার মানুষদের শিক্ষক হিসেবে প্রস্তুত করার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষকের ঘাটতি কাটাতে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে৷

কার্লা ব্লাইকার/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান