জার্মানিতে পুরুষদের অভিযোগ জানানোর হটলাইন
২৬ এপ্রিল ২০২০জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া এবং বাভারিয়া রাজ্যে বুধবার গৃহে নিপীড়নের ঝুঁকিতে থাকা পুরুষদের জন্য একটি হটলাইন নম্বর চালু হয়েছে৷ ওই নম্বরে, বিশেষ করে গৃহনির্যাতন ও যৌন নির্যাতনের শিকার পুরুষরা ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন৷ এছাড়া দুর্ব্যবহারের শিকার বা চাপের মুখে বিয়ে করতে বাধ্য হওয়ার ঝুঁকিতে আছেন যেসব পুরুষ তারা এবং অন্যান্য নির্যাতনের শিকার পুরুষরাও ওই নম্বরে কল করে তাদের অভিযোগ জানাতে এবং সাহায্য চাইতে পারবেন৷
দুই অঙ্গরাজ্যের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আমরা আশা করছি, এই হটলাইন পুরুষদের বিরুদ্ধে হওয়া নৃশংসতা বন্ধের একটি উপায় হবে৷’’
জার্মানির বাকি রাজ্যগুলোতেও একই ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে৷
জার্মানির পরিবারমন্ত্রী ফ্রাঞ্জিসকা গিফায়ে করোনা সংকটের শুরু থেকেই বারবার এ বিষয়ে সতর্ক করে বলেছিলেন, এতে গৃহবিবাদ বাড়ছে, বাড়ছে গৃহনির্যাতন৷
নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ইক্যুয়ালিটি মিনিস্টার ইনা শারেনবাহ বলেন, সাধারণভাবে নারীরাই ভুগছেন বেশি৷ তাই নারীদের সহায়তা দিতেই বেশির ভাগ তহবিল ও সম্পদ ব্যয় করা হচ্ছে৷ কিন্তু ২০১৮ সালের একটি পরিসংখ্যানে দেখা গেছে সঙ্গীদের মধ্যে বিবাদে ১৮ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে পুরুষ গৃহনির্যাতনের শিকার হয়েছেন৷
পুরুষদের জন্য চালু হওয়া হটলাইন নম্বরটি হলো +৪৯৮০০১২৩৯৯০০৷
এসএনএল (এএফপি, ডিপিএ)
২০১৭ সালের ছবিঘরটি দেখুন...