1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপদ জীবনের আশায় রিয়ামনি

এস্থার ফেলডেন/আরাফাতুল ইসলাম১৮ জুলাই ২০১৬

বাংলাদেশে ক্রমাগত হত্যার হুমকি এবং ধর্ষণের শিকার হয়ে এক পর্যায়ে দেশত্যাগে বাধ্য হন সমকামী অ্যাক্টিভিস্ট রিয়ামনি চিশতি৷ বর্তমানে রাজনৈতিক আশ্রয়ের অপেক্ষায় থাকা এই অ্যাক্টিভিস্ট সমকামীদের অধিকার রক্ষায় কাজ করে যেতে চান৷

https://p.dw.com/p/1JQv7
Bangladesh Homosexuell Aktivist Riamoni Chisty
ছবি: DW/A. Islam

নিরাপদ জীবনের আশায় রিয়ামনি

জার্মানির কোলন শহর বেশ পছন্দ করেন রিয়ামনি চিশতি৷ তাঁর এক পুরনো বন্ধু এই শহরে থাকেন৷ জার্মানিতে আসার পর তাই কিছুদিন বন্ধুর সঙ্গেই কাটিয়েছেন তিনি৷ ভবিষ্যতেও এখানে থাকতে চান তিনি, কেননা শহরটি সমকামীদের জন্য আদর্শ, মনে করেন তিনি৷

রিয়ামনি যখন জার্মানিতে আশ্রয় খুঁজছেন, তখন বাংলাদেশে তাঁর সতীর্থ অ্যাক্টিভিস্টরা আত্মগোপনে চলে গেছেন৷ কয়েকমাস আগে দুই সমকামী অ্যাক্টিভিস্ট খুন হওয়ার পর বাকিরা প্রায় সবাই অনলাইন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন৷ এমনকি গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও নিরাপদ বোধ করছেন না তারা৷

কোলনে রুবিকন নামক একটি সংগঠনে নিয়মিত যাতায়াত আছে রিয়ামনির৷ সংগঠনটি সমকামীদের অধিকার নিয়ে কাজ করে৷ তিনি সেখানে অন্যান্য দেশের অ্যাক্টিভিস্টদের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে রিয়ামনি জানিয়েছেন, বাংলাদেশে সমকামীদের দুর্দশার কথা, তাদের সহায়তায় নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা৷ পুরো সাক্ষাৎকারটি পড়তে ক্লিক করুন এখানে

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য