জার্মানিতে আবার গণপরিবহণ ধর্মঘট
২৮ ফেব্রুয়ারি ২০২৩জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে নর্থ রাইন ওয়েস্টফালিয়া, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ , স্যাক্সনি, লোয়ার স্যাক্সনি এবং রাইনল্যান্ড পালাটিনেটে ধর্মঘট পালিত হবে বলে ঘোষণায় জানিয়েছে ইউনিয়নটি৷ এই রাজ্যেগুলোর বাইরে মিউনিখসহ কয়েকটি শহরেও আলাদাভাবে ধর্মঘট কার্যকরের পরিকল্পনার কথা জানিয়েছে তারা৷
এর আগে গত সোমবার জার্মানির পশ্চিমাঞ্চলে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় ভ্যার্ডি৷ এতে ড্যুসেলডর্ফ, কোলন, বন-সহ বিভিন্ন শহরে গণপরিবহণ চলাচল বন্ধ থাকে৷ ড্যুসেলডর্ফ ও কোলন-বন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হয়৷
স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা গণপরিবহণ খাতের কর্মীদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে ইউনিয়নটি৷ এদিকে শুক্রবার পরিবেশবাদীদের আন্দোলন ‘ফ্রাইডে ফর ফিউচার'-এর পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি ছিল৷ ভ্যার্ডির উপ-প্রধান ক্রিস্টিন বেহলে জানিয়েছেন, তার সাথে একাত্ম হয়ে তারাও গণপরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জার্মানির সরকারের উদ্যোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘কর্মীদের উপর বিনিয়োগ না করে পরিবহণ ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়৷''
জার্মানির কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের অধীনে কর্মরত ২৫ লাখ কর্মীর সাড়ে দশ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ভ্যার্ডি৷ জবাবে কর্তৃপক্ষ দুই ধাপে পাঁচ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি এবং এককালীন আড়াই হাজার ইউরো দিতে রাজি হয়েছে৷ এ নিয়ে আগামী মার্চে তৃতীয় ধাপের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ তার আগে চাপ বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে ধর্মঘট পালন করছে ইউনিয়নটি৷
এফএস/এসিবি (ডিপিএ)