ইসলামকে হুমকি ভাবেন অনেক জার্মান
১২ জুলাই ২০১৯বৃহস্পতিবার দ্বিবার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করে ব্যার্টেলসমান ফাউন্ডেশন৷ বিভিন্ন ধর্মাবলম্বী এবং ধর্মে বিশ্বাসী নন এমন মানুষদের মতামতের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন বলছে, জার্মানির শতকরা নব্বই ভাগেরও বেশি মানুষ মনে করে সরকারব্যবস্থা হিসেবে গণতন্ত্রই সর্বোত্তম৷ শতকরা ৯৩ জন খ্রিস্টান, ৯১ জন মুসলমান এবং ধর্ম অনুসরণ করেন না এমন শতকরা ৮৩ ভাগ মানুষ বলেছেন, জার্মানিতে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকা উচিত৷
ইসলাম সম্পর্কে জার্মানদের ধারণা
তবে অনেক জার্মানের মধ্যে ইসলামের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা রেয়েছে৷ অভিবাসনপ্রত্যাশীদের আগমন এবং বিশ্বায়নের কারণেই এমনটি হচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা৷ ব্যার্টেলমান ফাউন্ডেশন যাদের সাক্ষাৎকার নিয়েছে তাদের অর্ধেকই মনে করে, অনেক মুসলমানের গোঁড়ামি এবং অসহিষ্ণুতা জার্মানির জন্য হুমকিস্বরূপ৷ জার্মানির পূর্বাঞ্চল, যেখানে খুব কম মুসলমান বাস করেন, সেখানেই এমন ধারণা পোষণ করা মানুষ বেশি৷ সেই অঞ্চলের ৩০ ভাগ মানুষ জানিয়েছেন প্রতিবেশী হিসেবে তারা কোনো মুসলমানকে চাননি৷ জার্মানির পশ্চিমাঞ্চলে এমন মানুষ বেশ কম — শতকরা ১৬ ভাগ৷
জার্মানিতে বসবাসরত মুসলমানদের কেন্দ্রীয় সংগঠনের নেতা আয়মান মায়েক মনে করেন, গবেষণায় যা উঠে এসেছে তা দেখে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমি প্রকৃত পরিস্থিতি আরো খারাপ ভেবেছিলাম৷'' তাঁর মতে, জার্মানির উগ্র ডানপন্থিদেরঅপপ্রচারের কারণে সমাজে ইসলামের প্রতি নেতিবাচক মনোভাব বাড়ছে৷
জার্মানিতে ৫০ লাখের মতো মুসলমান রয়েছে৷ সবচেয়ে বেশি মুসলমানের বাস নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যে৷
এসিবি/কেএম (ডিপিএ, ইপিডি)