1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামি জোট

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই একটি জোট গঠন করেছে সমমনা আটটি ইসলামি দল৷ মহানবীর কথিত অবমাননার প্রতিবাদ জানাতেই এই জোট৷ এই জোট যুদ্ধাপরাধীদের বিচার চায় এবং আইনি প্রক্রিয়ায় জামায়াত নিষিদ্ধ হলে তাদের কোনো আপত্তি নেই৷

https://p.dw.com/p/17mkR
ছবি: AFP/Getty Images

সমমনা ১২টি ইসলামি দলের জোট ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে আন্দোলন শুরু করলে জামায়াত তাতে সমর্থন দেয়৷ তাদের হরতালেও জামায়াত সমর্থন দিয়ে মাঠে নামে৷ আর এইসব কর্মসূচির সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভিতরের কার্পেটে আগুন দেয়া, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে৷ ১২ টি দল কমে হয় ৮টি৷ আর ৮টি দল এখন ইসলাম এবং মহানবীর কথিত অবমাননার বিরুদ্ধে আন্দোলন করবে৷ কিন্তু কোনোভাবেই তারা এই আন্দোলনে জামায়াতকে রাখেনি৷

কেন রাখেনি – এই প্রশ্ন ছিল জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদির কাছে৷ জবাবে তিনি ডয়চে ভেলেকে বলেন, জামায়াতের সঙ্গে তাদের আদর্শিক মিল নেই৷ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের বিচারের তাঁরা পক্ষে৷ আর সঠিক আইনি প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলে তাদের কোনো আপত্তি থাকবেনা৷ যুদ্ধাপরাধীদের বিচারে শাহবাগের তরুণ প্রজন্মের যে আন্দোলন, তাতে সরকারের সমর্থন আছে বলে তিনি মনে করেন৷ তাই সরকার তাদের সহায়তা করলেও মহানবীর অবমাননার প্রতিবাদ করলে সরকার বাধা দেয়৷

মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন, তাঁরা পত্র-পত্রিকা থেকে জেনেছেন, ইসলামের অবমাননা করেছে কিছু ব্লগার৷ কিন্তু বিষয়টি নিজেরা তদন্ত করে দেখেন নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য