ইসলামি জোট
২৮ ফেব্রুয়ারি ২০১৩সমমনা ১২টি ইসলামি দলের জোট ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে আন্দোলন শুরু করলে জামায়াত তাতে সমর্থন দেয়৷ তাদের হরতালেও জামায়াত সমর্থন দিয়ে মাঠে নামে৷ আর এইসব কর্মসূচির সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভিতরের কার্পেটে আগুন দেয়া, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে৷ ১২ টি দল কমে হয় ৮টি৷ আর ৮টি দল এখন ইসলাম এবং মহানবীর কথিত অবমাননার বিরুদ্ধে আন্দোলন করবে৷ কিন্তু কোনোভাবেই তারা এই আন্দোলনে জামায়াতকে রাখেনি৷
কেন রাখেনি – এই প্রশ্ন ছিল জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদির কাছে৷ জবাবে তিনি ডয়চে ভেলেকে বলেন, জামায়াতের সঙ্গে তাদের আদর্শিক মিল নেই৷ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের বিচারের তাঁরা পক্ষে৷ আর সঠিক আইনি প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলে তাদের কোনো আপত্তি থাকবেনা৷ যুদ্ধাপরাধীদের বিচারে শাহবাগের তরুণ প্রজন্মের যে আন্দোলন, তাতে সরকারের সমর্থন আছে বলে তিনি মনে করেন৷ তাই সরকার তাদের সহায়তা করলেও মহানবীর অবমাননার প্রতিবাদ করলে সরকার বাধা দেয়৷
মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন, তাঁরা পত্র-পত্রিকা থেকে জেনেছেন, ইসলামের অবমাননা করেছে কিছু ব্লগার৷ কিন্তু বিষয়টি নিজেরা তদন্ত করে দেখেন নি৷