1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
জনি হক ডয়চে ভেলের অতিথি লেখক৷
জনি হকছবি: DW

জনি হক

আগ্রহের বিষয়: বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলা, ভ্রমণ এবং লাইফস্টাইল৷

২০০১ সালের শেষের দিকে দৈনিক প্রথম আলোতে প্রদায়ক হিসেবে লেখালেখি শুরু করেন জনি হক। এরপর দৈনিক সমকাল, বাংলানিউজ২৪ ডটকম ও দৈনিক ইত্তেফাকে চাকরি করেছেন।

বর্তমানে বাংলা ট্রিবিউনে কাজ করছেন। ২০১৫ সাল থেকে আটবার ফ্রান্সে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভার করেছেন তিনি।

সাংবাদিকতার বাইরে জন হক একজন গীতিকবি। এছাড়া হলিউডের মর্যাদাসম্পন্ন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জুরি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্কিপ নেক্সট সেকশন ফিচার প্রতিবেদনগুলো করেছেন জনি হক
স্কিপ নেক্সট সেকশন প্রতিবেদন: জনি হক

প্রতিবেদন: জনি হক

আরো সংবাদ দেখান